৪৮১ নং- সুওয়াল :- বিধর্মী শিক্ষককে সালাম দেয়া জায়েয কি? যদি জায়েয না হয় তবে সম্মানের খাতিতে তাদেরকে কি বলতে হবে?

সুওয়াল :- বিধর্মী শিক্ষককে সালাম দেয়া জায়েয কি? যদি জায়েয না হয় তবে সম্মানের খাতিরে তাদেরকে কি বলতে হবে?

জাওয়াব :- মুসলমান ব্যতীত কাউকে সালাম দেয়া জায়িয নেই। আর যদি কোথাও মুসলমান এবং বিধর্মী একইস্থানে দাঁড়ানো বসা বা শোয়া অবস্থায় থাকে, তখন সেখানে-
*


উচ্চারণ- আসসালামু আলা মানিত্তাবায়াল হুদু বলতে হবে।
অর্থ:- “যে হিদায়েতের উপর রয়েছে, তার প্রতি সালাম।”
শিক্ষক যদি বিধর্মী হয়, তবে তাকে সালাম দেয়া জায়িয নেই এবং তাদের ধর্মমতে আদাব বা নমস্কার ইত্যাদি কোনটি বলা জাযেয নেই। এমনকি যদি এ ধরনের সম্বোধনের প্রয়োজন না হয়, তবে কোন কিছুই বলার দরকার নেই। শুধু ভাল-মন্দ জিজ্ঞাসাবাদের মাধ্যমেই কথাবার্তা শুরু করতে হবে। আর যদি কোনো সম্বোধন না করলে ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে অথবা ক্ষতি করার সম্ভাবনা থাকে, তাহলে যদি দূরবর্তী স্থান হয়, তখন হাত ইশারা করে মুখে বললে, মহান আল্লাহ পাক আপনাকে হিদায়েত দান করুন। আর যদি নিকটবর্তী স্থান হয়, তখন হাত ইশরা করে উক্ত কথা মনে মনে বলবে। আর যদি স্পষ্ট করে না বললে ক্ষতির সম্ভাবনা থাকে, তখন এমন শব্দ বা বাক্য উচ্চারণ করে সম্বোধন করবে, যেটা কোনো বিধর্মীদের শেয়ার অর্থাৎ ধর্মীয় কোনো চিহ্ণ নয্ যেমন, আরবীতে আস সুবহুল খায়ের, ইংরেজিতে গুডমর্নিং, বাংলাতে সু-প্রভাত। (নাওয়াদেরুল ফতওয়া)
আবা-২৯

0 Comments: