সুওয়াল :- কোন নামাযী ব্যক্তি যদি নামাযরত অবস্থায় ক্বিরয়াত পাঠের সময় হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার নাম মুবারক পরে বা শুনে ‘ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম’ পাঠ করে, তবে কি তার নামায বাতিল হবে?
জাওয়াব :- কোন নামাযী ব্যক্তি যদি নামাযরত অবস্থায় হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার নাম মুবারক পড়ে বা শুনে জাওয়াব দেয়ার খেয়ালে ‘ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম’ পাঠ করে, তবে তার নামায বাতিল হয়ে যাবে। আর যদি উত্তর দেয়ার নিয়ম ব্যতীত এমনি বলে, তবে তার নামায বাতিল হবে না। (খুলাছাতুল ফতওয়া।)
আবা-২৯
0 Comments:
Post a Comment