৪৭৯ নং- সুওয়াল :- নামায যদি মাকরূহ তাহরীমীর সাথে অথবা মাকরূহে তানযীহীর সাথে আদায় করে, তবে সেই নামায কি দোহরাতে হবে?

সুওয়াল :- নামায যদি মাকরূহ তাহরীমীর সাথে অথবা মাকরূহে তানযীহীর সাথে আদায় করে, তবে সেই নামায কি দোহরাতে হবে?

জাওয়াব :- নামায মাকরূহে তাহরীমীর সাথে আদায় করে ফেললে নামায দোহরায়ে পড়া ওয়াজিব। আর মাকরূহে তানযীহীর সাথে আদায় করে ফেলে তা দোহরায়ে পড়া মোস্তাহাব। (আলমগীরী, শামী।)
আবা-২৯

0 Comments: