৪৬৫ নং- সুওয়াল - কোন ইমাম দু’এক অঙ্গুলি পরিমাণ দাড়ি রাখে, লম্বাজামা পরিধান করে না, তার পিছনে এক্তেদা করা জায়েয হবে কি? 7/05/2020 05:13:00 pm 0 সুওয়াল - কোন ইমাম দু’এক অঙ্গুলি পরিমাণ দাড়ি রাখে, লম্বাজামা পরিধান করে না, তার পিছনে এক্তেদা করা জায়েয হবে কি? জাওয়াব - একমুষ্টি পরিমাণ লম্বা দাড়ি রাখা ফরজ, এর কমে দাড়ি রাখা ফাসেকী। আর ফাসেকের পিছনের নামায পড়া মাকরূহে তাহ্রীমি। (বোখারী শরীফ, বাহ্রুর রায়েক, শরাম্বালালিয়া, তাবয়ীনুল হাক্বায়েক, ফতহুল ক্বাদীর, গায়াতুল আওতার, ফতওয়ায়ে আমিনিয়া) আবা-২৮ Tweet Share Share Share Share
0 Comments:
Post a Comment