১০০টি চমৎকার ঘটনা - পর্ব-২২ ('সুবহানাল্লাহ' লফয মুবারকের মর্যাদা)


'সুবহানাল্লাহ' লফয মুবারকের মর্যাদা- পর্ব-২২

মহান আল্লাহ পাক উনার মহাসম্মানিত নবী হযরত সুলাইমান আলাইহিস সালাম উনার কথা সবারই খুব ভালো ভাবে জানা আছে। মহান আল্লাহ পাক হযরত সুলাইমান আলাইহিস সালাম উনাকে সারা জাহানের বাদশাহী হাদিয়া করেছিলেন। জাহানের জ্বিন-ইনসান তো বটেই, এমনকি পশুপাখি, আলো-বাতাস, তরুলতা, কিটপতঙ্গ থেকে শুরু করে সকল সৃষ্টিই উনার কথা শুনতো এবং তিনিও তাদের সকলের কথা শুনতেন ও বুঝতেন। মহান আল্লাহ পাক উনাকে সমগ্র জাহানে সফর করার জন্য একটি সুসজ্জিত তখত মুবারকও হাদিয়া করেছিলেন। উনার সেই তখত মুবারকের দৈর্ঘ্য ছিল ২৭ মাইল। লক্ষ লক্ষ জ্বীন-ইনসান নিয়ে সেই তখত মুবারকে করে তিনি মাত্র ৬ ঘণ্টায় সারা দুনিয়া সফর করতেন।

একদিন তিনি তখত মুবারকে করে দুনিয়ার এক প্রান্ত দিয়ে উড়ে যাচ্ছিলেন। একজন কৃষক নিচে দাঁড়িয়ে উনার শান শওকতপূর্ণ তখত মুবারক দেখে বললো, 'সুবহানাল্লাহ! মহান রব্বুল আলামীন তিনি উনার নবী হযরত সুলাইমান আলাইহিস সালাম উনাকে কি শানদার তখত মুবারক হাদিয়া করেছেন!' তৎক্ষণাত বাতাসের মাধ্যম দিয়ে কৃষকের এই কথা হযরত সুলাইমান আলাইহিস সালাম উনার কাছে পৌঁছে গেলো। তিনি শুনে সেখানেই তখত মুবারক থামালেন এবং যমীনে নামলেন। অতঃপর কৃষককে ডেকে আনার হুকুম দিলেন। কৃষক হযরত সুলাইমান আলাইহিস সালাম 
উনার সামনে আসলে তিনি তাকে জিজ্ঞাসা করলেন, “হে কৃষক! তুমি তখত মুবারক দেখে কি বলেছো?” কৃষক ভীতসন্ত্রস্ত হয়ে গেলো, সে ভাবলো তার কোনও বেয়াদবি হয়ে গেলো কিনা! সে ভয়ে ভয়ে বললো, “আমার বেয়াদবি ক্ষমা করবেন, আমি মূর্খ মানুষ, আমি বেশী কিছু বুঝে বলিনি। আমি আপনার মহাশানদার তখত মুবারক দেখে মহান আল্লাহ পাক উনার প্রশংসা করে ‘সুবহানাল্লাহ” বলেছিলাম মাত্র।” তখন হযরত সুলাইমান আলাইহিস সালাম তিনি বললেন, “শোনো! তুমি আমার তখত মুবারক দেখে যে ‘সুবহানাল্লাহ!” লক্ষ্য মুবারক বলেছো, উনার মর্যাদা এরকম লক্ষ কোটি তখত মুবারক থেকেও অনেক অনেক গুণ বেশী।” সুবহানাল্লাহ!

পবিত্র হাদীছ শরীফে উল্লেখ রয়েছে যে, হযরত আবূ হুরাইরা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি বলেন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেছেন, “আমি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা-ইলাহা ইল্লাল্লাহ এবং আল্লাহু আকবর বলতে এত বেশি পছন্দ করি যে, এগুলো বলা আমার কাছে পৃথিবীর বুকে সূর্যের নীচে যা কিছু আছে সবকিছু থেকে বেশি প্রিয়।” সুবহানাল্লাহ!

অপর এক হাদীছ শরীফে এসেছে, হযরত আবূ সালমা (সালামা) রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু বর্ণনা করেন, হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেছেন, “এই বাক্যগুলি কিয়ামতের দিন বান্দার আমল নামায় সবচেয়ে বেশি ভারী হবে।” সুবহানাল্লাহ!


0 Comments: