
জাওয়াব - না, তাকে শুধু এশার নামাযই আদায় করতে হবে। বেতের নামায আদায় করতে হবেনা, যদিও বেতের নামায ইশার পরে পড়ার নিয়ম। কারণ ইশার নামাযের পরেই সে বেতের পড়েছে। ভুলে ইশার নামায ওযু ছাড়া পড়েছে, আর বেতের নামায ওযুসহ পড়েছে। অতএব তাকে শুধু ইশার নামাযই আদায় করতে হবে। (আলমগীরী) আবা-২৫
0 Comments:
Post a Comment