জাওয়াব - প্রত্যেক নামাযের প্রথম রাকায়াতে ছানা পড়ার পর, ক্বিরাত পাঠ করার পূর্বে আউযুবিল্লাহ্ ও বিস্মিল্লাহ্ উভয় পাঠ করা সুন্নত। যদি জামায়াতে হয়, তবে শুধুমাত্র ইমাম সাহেবের পাঠ করা সুন্নত। মুক্তাদির পাঠ করা সুন্নত নয়। কারণ আউযুবিল্লাহ্ ও বিস্মিল্লাহ্ হলো- ক্বিরাতের সাথে সংশ্লিষ্ট। একা নামাযীর জন্যও পাঠ করা সুন্নাত। বিস্মিল্লাহ্ পাঠ করা পরবর্তী প্রতি রাকায়াতের শুরুতে সুন্নত। আর প্রকাশ্য নামাযে সূরা মিলানোর পূর্বে বিস্মিল্লাহ্ পাঠ করা সুন্নত নয়, সূরার শুরু থেকে শুরু করুক অথবা মধ্য থেকে শুরু করুক। চুপে চুপে নামাযে সূরা ফাতিহার পর যে সূরা পাঠ করবে, তা যদি সূরার শুরু থেকে শুরু করে, তবেই শুধু বিস্মিল্লাহ্ পাঠ করা সুন্নত। আর যদি সূরার মধ্য থেকে শুরু করে, তাহলে বিস্মিল্লাহ্ পাঠ করা সুন্নত নয়। (আলমগীরী, শামী, গায়াতুল আওতার, হাশিয়ায়ে তাহ্তাবী, কবিরী, দুররুল মোখতার ইত্যাদি)
আবা-২৫
0 Comments:
Post a Comment