সুওয়াল - মসজিদে যদি ফজর নামাজের জামায়াত আরম্ভ হওয়ার পর কোন মুক্তাদি আসে, তাহলে সে সুন্নত নামায কোথায় পড়বে?
জাওয়াব - জামায়াত চলাকালীন মসজিদে অন্য কোন নামায পড়া মাকরূহে তাহ্রীমী। অগত্যা সুন্নত নামায পড়তে চাইলে মসজিদের বারান্দায় বা বাইরে আদায় করবে, যদি মসজিদ ছাড়া অন্য কোথাও নামায পড়ার জায়গা না থাকে, তবে মসজিদের এক কোনে, যা কাতারের বাইরে, এমন জায়গায় আদায় করে নিবে। আবা-২৫
0 Comments:
Post a Comment