৪০০ নং- সুওয়াল - ক্বিবলামুখী হয়ে অথবা ক্বিবলাকে পিছনে রেখে পেশাব-পায়খানা করা কি?

সুওয়াল - ক্বিবলামুখী হয়ে অথবা ক্বিবলাকে পিছনে রেখে পেশাব-পায়খানা করা কি?  

জাওয়াব - নাজায়িয, কারণ মহান আল্লাহ পাক উনার রসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ করেন, اذا اتيتم القغائط فلا تستقبا واالقبلة ولا تستدبروها.
অর্থঃ- “যখন তোমরা পেশাব-পায়খানায় আসবে অর্থাৎ পেশাব-পায়খানা করবে, তখন তোমরা ক্বিবলাকে সম্মুখেও রাখবে না এবং পিছনেও রাখবেনা।” আমাদের হানাফী মায্হাব মোতাবেক ক্বিবলাকে সামনে অথবা পিছনে রেখে তা খোলা জায়গায় হোক কিম্বা আবদ্ধ জায়গায় হোক পেশাব-পায়খানা করা হারাম ও নাজায়িয। এটা ক্বিবলার তা’যীম বা সম্মানার্থে। (বুখারী, মুসলিম, ইমদাতুল ক্বারী, ফতহুল বারী) 
আবা-২৫

0 Comments: