৫০৮ নং- সুওয়াল : ফিৎরার টাকা বেতন হিসাবে খতীব সাহেবকে দেয়া জায়িয হবে কি? ঐ টাকা দ্বারা ঈদগাহ তৈরি করা জায়িয কিনা? কুরবানীর চামড়ার টাকা ঐরূপ কাজে লাগানো জায়িয হবে কি?

সুওয়াল : ফিৎরার টাকা বেতন হিসাবে খতীব সাহেবকে দেয়া জায়িয হবে কি? ঐ টাকা দ্বারা ঈদগাহ তৈরি করা জায়িয কিনা? কুরবানীর চামড়ার টাকা ঐরূপ কাজে লাগানো জায়িয হবে কি?

জাওয়াব : খতীব সাহেবকে বেতন হিসাবে ঐ টাকা দেয়া জায়িয নেই। দান করা যেতে পারে। যদি খতীব সাহেবের নেছাব না হয়। ঐরূপ টাকা দ্বারা ঈদাগহ তৈরি করাও জায়িয নেই। কুরবানীর চামড়ার টাকা ঐরূপ কাজে ব্যবহার জায়েয নেই। (ফতওয়ায়ে আমিনীয়া, আলমগীরী, শামী।)
আবা-২৯

0 Comments: