সুওয়াল : আমরা আলিমদের মুখে শুনেছি যে, আযানের সময় দুনিয়াবী কথা বললে নাকি ক্ষতি হয়, তা কতটুকু এবং কিরূপ? দয়া করে জানাবেন।
জাওয়াব : হ্যাঁ, আযানের সময় দুনিয়াবী কথা বললে ক্ষতি হয়। শুধু আযানের সময়ই নয়, সর্বমোট পাঁচ স্থান বা সময়ে দুনিয়াবী কথা বললে ৪০ বছরের ইবাদত নষ্ট হয়ে যায়। (১) মসজিদের মধ্যে, (২) কুরআন শরীফ তিলাওয়াতের সময় (৩) আযানের সময়, (৪) আলিম উনাদের মজলিসে এবং (৫) কবর স্থানে। তাফসীরে আহমদী।
আবা-২৯
0 Comments:
Post a Comment