৪৮৫ নং- সুওয়াল: যার বুকে পশম নেই, সে নাকি সীমার। এ কথাটা কতটুকু শুদ্ধ? দলীলসহ জানিয়ে বাধিত করবেন।

সুওয়াল: যার বুকে পশম নেই, সে নাকি সীমার। এ কথাটা কতটুকু শুদ্ধ? দলীলসহ জানিয়ে বাধিত করবেন।

জাওয়াব : এ কথা শুদ্ধ নয়। এটা বানোয়াট ও ভিত্তিহীন কথা। এ ধরনের কথা বলা গুনাহের কারণ। কেননা বুকে পশম হওয়া বা না হওয়ার মধ্যে কারো ব্যক্তিগত কোনো ইখতিয়ার নেই। তবে হ্যাঁ, সীনাতে বা বুকে পশম থাকা সুন্নতের অন্তর্ভুক্ত। কেননা, মহান আল্লাহ পাক উনার রসূল, সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সীনা মুবারক-এ পশম মুবারক ছিলো। তাই এটা আফযল ও উত্তম। (শামায়েলে তিরমিযী ও সীরাত গ্রন্থসমূহ।)
আবা-২৯

0 Comments: