৪৯৫ নং- সুওয়াল : অনেক মসজিদ বা ওয়াজ মাহফিলে দেখা যায়, নাবালেগ বালক আযান ও ইক্বামত দিয়ে থাকে। অথচ আলিমগণ বলে থাকেন যে, নাবালেগ বালক আযান ইক্বামত দিলে তা শুদ্ধ হবে না। সঠিক জাওয়াব কি হবে, দয়া করে জানাবেন।

সুওয়াল : অনেক মসজিদ বা ওয়াজ মাহফিলে দেখা যায়, নাবালেগ বালক আযান ও ইক্বামত দিয়ে থাকে। অথচ আলিমগণ বলে থাকেন যে, নাবালেগ বালক আযান ইক্বামত দিলে তা শুদ্ধ হবে না। সঠিক জাওয়াব কি হবে, দয়া করে জানাবেন।

জাওয়াব : হ্যাঁ, আলিমগণ যে বলেছেন নাবালেগ বালকের আযান শুদ্ধ নয়, এটা ছহীহ মত। আর ওয়াজ মাহফিলে যে নাবালেগ বালক আযান-ইক্বামত দিয়ে থাকে, তার আযান-ইক্বামত শুদ্ধ, এটাও ছহীহ। তবে শর্ত হলো- ১. নাবালেগ বালক যদি নির্বোধ হয় এবং না বুঝে আযান দেয়, তবে তার আযান দোহরানো ওয়াজিব, ইক্বামত দোহরানো ওয়াজিব নয়। ২. আর যদি বালক নাবালেগ হয় কিন্তু বুদ্ধিমান, তার আযান-ইক্বামত মাকরূহও নয় এবং তা দোহরানো ওয়াজিব নয়। (বাহরুর রায়েক, মিনহাতুল খালেক, আলমগীরী, শামী, বাদায়ে তানভীরুল আবছার, ফতওয়ায়ে আমিনীয়া।)
আবা-২৯

0 Comments: