জাওয়াব : হ্যাঁ, হাদীছ শরীফ-এ উল্লেখ আছে,
*
অর্থ:- “মহান আল্লাহ পাক উনার রসূল, হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি বলেন, যে ব্যক্তি আমার উম্মতের ফিৎনা ফাসদের সময় একটা সুন্নতকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরবে, তার জন্য একশত শহীদের সওয়াব রয়েছে।” (বায়হাক্বী শরীফ, মিশকাত শরীফ)
অতএব, যে ব্যক্তি এ ফিৎনা ফাসাদের যুগে কোনো সুন্নতকে দৃঢ়তার সাথে দায়িমীভাবে আমল করবে, তাকে প্রতি সুন্নতের পরিবর্তে একশত শহীদের ছওযাব প্রদান করা হবে। (বাইহাক্বী, মিশকাত শরীফ, মিরকাত শরীফ, মাকতুবাত শরীফ ইত্যাদি।)
আবা-২৯
0 Comments:
Post a Comment