সুওয়াল :- নামাযের মধ্যে এবং অন্য সময়ে পাগড়ী পরিধান করা কি? পাগড়ীর পিছনের ঝুল (শিমলা) কি পরিমাণ রাখা খাছ সুন্নত? আশা করি দলীল প্রমাণ সহকারে জাওয়াবদানে বাধিত করবেন।
জাওয়াব :- নামাযের মধ্যে এবং নামাযের বাইরে অন্যান্য সময় পাগড়ী পরিধান করা দায়িমী সুন্নতের অন্তর্ভুক্ত। তবে নামাযের মধ্যে পাগড়ী পরিধান করলে ২৫ থেকে ৭০ গুণ ফযীলতের কথা হাদীছ শরীফ-এ উল্লেখ করা হয়েছে।
আর পাগড়ীর শামলা (শিমলা) কমপক্ষে এক বিঘত, ঊর্ধ্বে এক হাত লম্বা হওয়া খাছ সুন্নত। (মিরকাত শরীফ, মুযাহেরে হক, জরুরী ফতওয়া, শামায়েলে তিরমীযি, জামউল ওসায়েল।)
আবা-২৯
0 Comments:
Post a Comment