কুরানের আয়াত 21:33 এর অনুবাদের 'everything' or 'all' ব্যাবহার করে কোন প্রেক্ষিতে আপনি দাবি করছেন যে ‘সকল গ্রহ নক্ষত্র নিজ কক্ষপথে ঘুরছে’, যেখানে আয়াতে ব্যাবহৃত 'Kullun Fee' (which is also used in Quran 36:40) এর অর্থ 'each in' দ্বারা শুধুমাত্র সুর্য আর চাঁদের কথা বোঝানো হচ্ছে?

 কুরানের আয়াত 21:33  এর অনুবাদের 'everything' or 'all'  ব্যাবহার করে কোন প্রেক্ষিতে আপনি দাবি করছেন যে ‘সকল গ্রহ নক্ষত্র নিজ কক্ষপথে ঘুরছে’, যেখানে আয়াতে ব্যাবহৃত  'Kullun Fee' (which is also used in Quran 36:40)  এর অর্থ 'each in'  দ্বারা শুধুমাত্র সুর্য আর চাঁদের কথা বোঝানো হচ্ছে?

নাস্তিকদের আপত্তি : কুরানের আয়াত 21:33  এর অনুবাদের 'everything' or 'all'  ব্যাবহার করে কোন প্রেক্ষিতে আপনি দাবি করছেন যে ‘সকল গ্রহ নক্ষত্র নিজ কক্ষপথে ঘুরছে’, যেখানে আয়াতে ব্যাবহৃত  'Kullun Fee' (which is also used in Quran 36:40)  এর অর্থ 'each in'  দ্বারা শুধুমাত্র সুর্য আর চাঁদের কথা বোঝানো হচ্ছে?

The Arabic word for 'everything' is 'kullushaiyin' and the word for 'all' is 'Jamian'

খণ্ডণ : মিথ্যাবাদীদের মিথ্যাচার উন্মোচনের জন্য প্রথমেই পবিত্র কুরআন শরীফ উনার পবিত্র সূরা আম্বিয়া শরীফ উনার ৩৩ নং আয়াত শরীফ (Quran 21:33 ও পবিত্র সূরা ইয়াছিন শরীফ উনার ৪০ নং আয়াত শরীফ (Quran 36:40দেখে নেয়া যাক। 

وَهُوَ الَّذِي خَلَقَ اللَّيْلَ وَالنَّهَارَ وَالشَّمْسَ وَالْقَمَرَ ۖ كُلٌّ فِي فَلَكٍ يَسْبَحُونَ ﴿٣٣﴾

অর্থ : “তিনিই সৃষ্টি করেছেন রাত্রি ও দিন এবং সূর্য ও চাঁদ। সবাই আপন আপন কক্ষপথে বিচরণ করে।” (পবিত্র সূরা আম্বিয়া শরীফ : পবিত্র আয়াত শরীফ ৩৩)

لَا الشَّمْسُ يَنبَغِي لَـهَا أَن تُدْرِكَ الْقَمَرَ وَلَا اللَّيْلُ سَابِقُ النَّهَارِ ۚ وَكُلٌّ فِي فَلَكٍ يَسْبَحُونَ ﴿٤٠﴾

অর্থ : “সূর্য নাগাল পেতে পারে না চাঁদের এবং রাত্রি অগ্রে চলে না দিনের। প্রত্যেকেই আপন আপন কক্ষপথে সন্তরণশীল।” (পবিত্র সূরা ইয়াছিন শরীফ : পবিত্র আয়াত শরীফ ৪০)

পবিত্র সূরা ইয়াছিন শরীফ উনার ৪০ নং আয়াত শরীফ দ্বারা তো শুধুমাত্র সূর্য আর চাঁদের কথা বুঝানো হয়নি পাশাপাশি দিন-রাত অর্থাৎ পৃথিবী ঘূর্ণনের কথাও বুঝানো হয়েছে। অতএব তাদের মিথ্যাচার এখানে সুস্পষ্ট।

দ্বিতীয়ত পবিত্র সূরা আম্বিয়া শরীফ উনার ৩৩ নং আয়াত শরীফ (Quran 21:33)  উনার অনুবাদে ‘সকল গ্রহ নক্ষত্র নিজ কক্ষপথে ঘুরছে’ লিখা হলে সমস্যা কোথায়?

কেননা, মহান আল্লাহ পাক তিনি পবিত্র কুরআন শরীফ উনার অন্যত্র ইরশাদ মুবারক করেন-

وَالسَّمَاءِ ذَاتِ الْـحُبُكِ ﴿٧﴾

অর্থ : “আর আকাশ, যা পথ ও কক্ষপথ দ্বারা পরিপূর্ণ।” (পবিত্র সূরা জারিয়াহ শরীফ : পবিত্র আয়াত শরীফ ৭)

সুতরাং পবিত্র সূরা ইয়াছিন শরীফ উনার ৪০ নং আয়াত শরীফ (Quran 36:40) উনার অনুবাদেও ‘সকল গ্রহ নক্ষত্র নিজ কক্ষপথে ঘুরছে’ লিখা হলে কোন সমস্যা হবে না।


0 Comments: