৬৮২ নং- সুওয়াল : নামাযে সালাম ফিরানোর সময় ডান ও বাম উভয় দিকে কি একই আওয়াজে সালাম ফিরাতে হবে?


সুওয়াল : নামাযে সালাম ফিরানোর সময় ডান ও বাম উভয় দিকে কি একই আওয়াজে সালাম ফিরাতে হবে?
জাওয়াব : প্রথম সালাম অর্থাৎ ডানদিকে সালাম ফিরানোর আওয়াজ হতে দ্বিতীয় সালাম অর্থাৎ বাম দিকে সালাম ফিরানোর আওয়াজ একটু নীচু স্বরের হওয়া সুন্নাত। (আলমগিরী, মুহীত)
আবা-৩৮

0 Comments: