সুওয়াল :
দোয়া কুনুতের পূর্বে তাকবীর দেয়া কি? যদি কেউ দোয়া কুনুতের পূর্বের
তাকবীর না দেয়, তাহলে কি করতে হবে?
জাওয়াব :
দোয়া কুনুত পড়া যেমন ওয়াজিব, তেমনি তার পূর্বে তাকবীর দেয়াও ওয়াজিব। অতএব যদি কেউ উক্ত
তাকবীর না দেয়, তবে তার প্রতি ওয়াজিব তরক করার করণে সিজদায়ে সাহু ওয়াজিব হবে। (আলমগিরী, তাবঈন)
আবা-৩৮
0 Comments:
Post a Comment