সুওয়াল :
প্রথম রাকায়াত হতে দ্বিতীয় রাকায়াতের কিরআত এক রকম হবে কিনা, জানাবেন।
জাওয়াব :
প্রথম রাকায়াত হতে দ্বিতীয় রাকায়াতের কিরআত ছোট হওয়া সুন্নাত। যদি দ্বিতীয়
রাকায়াতের কিরআত প্রথম রাকায়াতের কিরআতের চেয়ে তিন বা ততোধিক আয়াতের বেশী পাঠ করা
হয়, তবে মাকরূহে তান্যিহী হবে। (শামী, মারাকিউল ফালাহ)
0 Comments:
Post a Comment