৬৭৯ নং- সুওয়াল : পুরুষেরা যদি নামাযের সিজদার সময় দু’হাত যমিনের উপর বিছিয়ে দেয় এবং দু’কুনুই রানের (উরু) সাথে লাগিয়ে রাখে, তাহলে কি কোন ভূল হবে?


সুওয়াল : পুরুষেরা যদি নামাযের সিজদার সময় দুহাত যমিনের উপর বিছিয়ে দেয় এবং দুকুনুই রানের (উরু) সাথে লাগিয়ে রাখে, তাহলে কি কোন ভূল হবে?
জাওয়াব : উভয় অবস্থাতেই পুরুষদের জন্য নামায মাকরূহ্ তাহরীমী হবে। (শামী)
আবা-৩৮

0 Comments: