৬৮৭ নং- সুওয়াল : তাকবীরে উলার সময় হাত যদি কাঁধের নীচে থাকে অথবা যদি কানের উপরে উঠে তাহলে কি হবে?


সুওয়াল : তাকবীরে উলার সময় হাত যদি কাঁধের নীচে থাকে অথবা যদি কানের উপরে উঠে তাহলে কি হবে?
জাওয়াব : পুরুষের জন্য তাকবীরে উলার সময় কাঁধের নীচে অথবা কানের উপরে হাত উঠানো মাকরূহে তান্যীহী। তাদের জন্য সুন্নাত হলো- তাকবীরে উলার সময় হাতের বৃদ্ধাঙ্গুলী কানের লতি স্পর্শ করা। আর মেয়েদের জন্য সুন্নাত হলো হাত কাঁধ বরাবর উঠানো এবং তাদের জন্য কাঁধের উপরে বা নীচে হাত উঠানো মাকরূহে তান্যিহী। (ছগিরী)
আবা-৩৮

0 Comments: