৭০৭ নং- সুওয়াল : লাইলাতুর রাগায়িব বলতে কোন রাত্রকে বুঝায়? জানতে চাই।

সুওয়াল : লাইলাতুর রাগায়িব বলতে কোন রাত্রকে বুঝায়? জানতে চাই।

 

জাওয়াব : যে রাত্রিতে মহান আল্লাহ পাক উনার রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার আব্বার পৃষ্ঠ মুবারক থেকে উনার আম্মার রেহেম শরীফে তাশরীফ আনেন, সেই রাত্রিকে লাইলাতুর রাগায়িব বলে।

এ রাত্রির ফযীলত সম্পর্কে হাম্বলী মাযহাবের ইমাম, হযরত ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহি আলাইহি বলেন, শবে ক্বদর, শবে বরাত রাত্রির চেয়েও লাইলাতুর রাগায়িব-এর ফযীলত বেশী। (মাওয়াহিবুল্লাদুন্নিয়া, নূরে মুহম্মদী, সীরাতে ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহি আলাইহি)

আবা-৪০

0 Comments: