৭১১ নং- সুওয়াল : আপন বোনের মেয়ের মেয়ে অর্থাৎ নাতিনীকে বিবাহ করা যাবে কিনা, আর বিবাহ হয়ে থাকলে এখন করণীয় কি?

 

সুওয়াল : আপন বোনের মেয়ের মেয়ে অর্থাৎ নাতিনীকে বিবাহ করা যাবে কিনা, আর বিবাহ হয়ে থাকলে এখন করণীয় কি?

জাওয়াব : আমাদের মাযহাব মোতাবেক আপন নাতিনীকে বিবাহ করা জায়েয নেই। যদি বিবাহ হয়ে থাকে, তবে উক্ত বিবাহ ভেঙ্গে দিয়ে নানা-নাতিনী উভয়কে জুদা করে দেয়া ওয়াজিব।

এখন অনেকে বলতে পারে যে, নাতিনীকে বিবাহ করা তো পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের মধ্যে স্পষ্টভাবে নিষেধ করা হয়নি, তবে তা নাজায়েয বা হারাম হবে কেন?

তাদের এ কথার জবাব হলো এই যে, আমাদের আহলে সুন্নত ওয়াল জামায়াতের দলীল হচ্ছে- কুরআন শরীফ, পবিত্র হাদীছ শরীফ, ইজমা ও ক্বিয়াস।

নাতিনীকে বিবাহ করা পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের মধ্যে নিষেধ করা হয়নি কিন্তু কুরআন শরীফ, পবিত্র হাদীছ শরীফ উনাদের আলোকে ইজমা ও ক্বিয়াস দ্বারা নাতিনীকে বিবাহ করা হারাম ও নাজায়েয ঘোষণা করা হয়েছে, যা সকল তাফসীর ও ফিক্বাহের কিতাবে উল্লেখ করা হয়েছে।

 আবা-৪০

0 Comments: