সুওয়াল : রোজার নিয়ত করা কি? এটা কখন করতে হয়?
জাওয়াব : রোজার নিয়ত করা ফরয। রোযা সাধারণতঃ ছয় প্রকার- ১। ফরয, ২। কাযা, ৩। কাফফারা, ৪। নফল, ৫। নির্দিষ্ট মান্নত, ৬। অনির্দিষ্ট মান্নত।
ফরয রোযা, নফল রোজা ও নির্দিষ্ট মান্নতের রোজার নিয়ত দ্বি-প্রহরের পূর্ব পর্যন্ত করা
জায়েয আছে। তবে রাত্রিতে নিয়ত করাটাই আফযল। আর কাযা রোজা, কাফ্ফারা
রোজা এবং অনির্দিষ্ট মান্নতের রোজার নিয়ত সূবহে সাদিকের পূর্বেই করতে হবে। (ফতওয়ায়ে আলমগীরী)
আবা-৪১
0 Comments:
Post a Comment