একজন কুতুবুজ্জামান- উনার দিদারে মাওলার দিকে প্রস্থান- সাইয়্যিদুনা হযরত দাদা হুযুর ক্বিবলা সাইয়্যিদ মুখলেছুর রহমান আলাইহিস সালাম উনার সাওয়ানেহে উমরী মুবারক-পর্ব-২১৬

 

ওলীয়ে মাদারজাদ, মুসতাজাবুদ্ দাওয়াত, আফযালুল ইবাদ, ছাহিবে কাশফ্ ওয়া কারামত, ফখরুল আউলিয়া, ছূফীয়ে বাত্বিন, ছাহিবে ইস্মে আযম, লিসানুল হক্ব, গরীবে নেওয়াজ, আওলাদে রসূল,

আমাদের সম্মানিত দাদা হুযূর ক্বিবলা আলাইহিস সালাম উনার স্মরণে-

একজন কুতুবুয্ যামান উনার দীদারে মাওলা উনার দিকে প্রস্থান-

মুবারক জীবন সায়াহ্নে এসে সার্বিক ক্ষেত্রে সাইয়্যিদে মুজাদ্দিদে আযম আওলাদ আলাইহিস সালাম উনার অতুলনীয় কামিয়াবী প্রত্যক্ষ করে সাইয়্যিদুনা হযরত দাদা হুযূর ক্বিবলা কাবা আলাইহিস সালাম

তিনি পরম ইতমিনান:

পবিত্র এ আয়াত শরীফ উনার মূলেই হচ্ছেন কায়িনাতের সর্বশ্রেষ্ঠ মুজাদ্দিদ, আন নিমাতুল উজমা আলাল আলাম, ইমামুল উমাম, ক্বায়িম-মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আওলাদুর রসূল, হাবীবুল্লাহ, প্রাণের আক্বা, ক্বিবলা কাবা সাইয়্যিদুনা মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম তিনি। আর উনাকেই হাদিয়া মুবারক করেছেন সাইয়্যিদুনা হযরত দাদা হুযূর ক্বিবলা কাবা আলাইহিস সালাম এবং সাইয়্যিদাতুনা হযরত দাদী হুযূর ক্বিবলা কাবা আলাইহিস সালাম উনারা। সুবহানাল্লাহ!

মূলত সাইয়্যিদে মুজাদ্দিদে আযম, ইমামুল উমাম, আন নিমাতুল উজমা আলাল আলাম, হাবীবুল্লাহ, সাইয়্যিদুনা মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা কাবা আলাইহিস সালাম উনাকে আনুষ্ঠানিকভাবে যমীনে প্রেরণের পবিত্র আয়োজন শুরু হয়েছে সৃষ্টির আদিকালেই। খাছ করে এই পবিত্র  আয়োজনের মুবারক সূত্রপাত ঘটেছে সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খাতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম, মাশুকে মাওলা, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পবিত্রতম সময় থেকে। সুবহানাল্লাহ!

এরই মুবারক ধারবাহিকতায় ওলীয়ে মাদারযাদ, আওলাদে রসূল, আখাছছুল খাছ আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে সাইয়্যিদুনা হযরত আবূ রসূলিনা ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাইয়্যিদুনা হযরত দাদা হুযূর ক্বিবলা কাবা আলাইহিস সালাম এবং ওলীয়ে মাদারযাদ, আওলাদে রসূল, আখাছছুল খাছ আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে সাইয়্যিদাতুনা হযরত উম্মু রসূলিনা ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাইয়্যিদাতুনা হযরত দাদী হুযূর ক্বিবলা কাবা আলাইহাস সালাম উনাদের পবিত্রতম নিসবাতুল আযীম শরীফ অনুষ্ঠিত হয় ১৯৩৬ ঈসায়ী সনে। ক্রমান্বয়ে পবিত্র এ আয়োজন চূড়ান্ত রূপ পরিগ্রহ করে পবিত্রতম রবীউল আওওয়াল শরীফ মাস উনার পবিত্রতম ১২ই শরীফে, যেদিন প্রাণের আক্বা, ক্বিবলা কাবা সাইয়্যিদুনা মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম তিনি যমীনে পবিত্রতম তাশরীফ মুবারক গ্রহণ করেন। এই একই পবিত্র তারিখে আকরামুল আউওয়ালীন, ওয়াল আখিরীন, রউফুর রহীম, মাশুকে মাওলা, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি যমীনে পবিত্রতম বিলাদতী শান মুবারক প্রকাশ করেন। সুবহানাল্লাহ!চলবে

আবা-২৭৬

 

0 Comments: