একজন কুতুবুজ্জামান- উনার দিদারে মাওলার দিকে প্রস্থান- সাইয়্যিদুনা হযরত দাদা হুযুর ক্বিবলা সাইয়্যিদ মুখলেছুর রহমান আলাইহিস সালাম উনার সাওয়ানেহে উমরী মুবারক-পর্ব-২১৫

 

ওলীয়ে মাদারজাদ, মুসতাজাবুদ্ দাওয়াত, আফযালুল ইবাদ, ছাহিবে কাশফ্ ওয়া কারামত, ফখরুল আউলিয়া, ছূফীয়ে বাত্বিন, ছাহিবে ইস্মে আযম, লিসানুল হক্ব, গরীবে নেওয়াজ, আওলাদে রসূল, আমাদের সম্মানিত দাদা হুযূর ক্বিবলা আলাইহিস সালাম উনার স্মরণে-

একজন কুতুবুয্ যামান উনার দীদারে মাওলা উনার দিকে প্রস্থান-

মুবারক জীবন সায়াহ্নে এসে সার্বিক ক্ষেত্রে সাইয়্যিদে মুজাদ্দিদে আযম আওলাদ আলাইহিস সালাম উনার অতুলনীয় কামিয়াবী প্রত্যক্ষ করে সাইয়্যিদুনা হযরত দাদা হুযূর ক্বিবলা কাবা আলাইহিস সালাম

তিনি পরম ইতমিনান:

বিশেষভাবে স্মরণীয় যে, সমগ্র আসমান ও যমীনে সমাদৃত পবিত্র আল বাইয়্যিনাত শরীফ প্রাথমিকভাবে প্রকাশ, প্রচার ও প্রসারের ক্ষেত্রে ওলীয়ে মাদারযাদ আওলাদে রসূল, আখাছছুল খাছ আহলে বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, সাইয়্যিদুনা হযরত দাদা হুযূর ক্বিবলা কাবা আলাইহিস সালাম এবং উনার ছহিবাতুল মুকাররামাহ, ওলীয়ে মাদারযাদ, আওলাদে রসূল, আখাছছুল খাছ আহলে বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, সাইয়্যিদাতুনা হযরত দাদী হুযূর ক্বিবলা কাবা আলাইহাস সালাম উনাদের মুবারক অবদান এবং মুবারক সম্পৃক্ততা অতুলনীয়। সুবহানাল্লাহ!

শুধু পবিত্র আল বাইয়্যিনাত শরীফই নন, বরং পবিত্র রাজারবাগ দরবার শরীফস্থ সম্মানিত মুহম্মদিয়া জামিয়া শরীফ (বালক-বালিকা) মাদরাসা, সম্মানিত সুন্নতী জামে মসজিদ, সম্মানিত মুহম্মদিয়া গবেষণাগার, কোটি কোটি টাকা মূল্যের কিতাবাদি-সমৃদ্ধ সুবিশাল লইব্রেরী মুবারক, অনন্তকালব্যাপী পবিত্রতম সাইয়্যিদুল আইয়াদ শরীফ জারী ও পালন, কোটি কোটি কণ্ঠে পবিত্র মীলাদ শরীফ পাঠ, কুল-কায়িনাতব্যাপী সম্মানিত সুন্নত প্রচার-প্রসার, বাংলাদেশসহ সমগ্র বিশ্বে কোটি কোটি মসজিদ, মাদরাসা, মক্তব, গবেষণাগার, প্রতিষ্ঠা ও পরিচালনা, ছহী আক্বীদাভিত্তিক অগণিত-অসংখ্য কিতাব রচনা ও প্রকাশ, সম্মানিত ইসলামী শরীয়ত এবং সম্মানিত ইসলামী আইনসম্মত উপায়ে মুসলমান উনাদের অধিকার প্রতিষ্ঠা ও সংরক্ষণের মুবারক লক্ষ্যে Muslim Rights Foundation গঠনসহ যাবতীয় দুর্বার তাজদীদী কাজের গোড়াপত্তন করেছেন ওলীয়ে মাদারযাদ, আওলাদে রসূল, ক্বায়িম-মাক্বামে হযরত আবূ রসূলিনা ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আখাছছুল খাছ আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাইয়্যিদুনা হযরত দাদা হুযূর ক্বিবলা কাবা আলাইহিস সালাম তিনি এবং উনার ছহিবাতুল মুকাররামাহ ওলীয়ে মাদারযাদ, আওলাদে রসূল,  ক্বায়িম-মাক্বামে হযরত উম্মু রসূলিনা ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আখাছছুল খাছ আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাইয়্যিদাতুনা হযরত দাদী হুযূর ক্বিবলা কাবা আলাইহিস সালাম উনারা। সুবহানাল্লাহ!

খ্বালিক্ব-মালিক-রব মহান আল্লাহ পাক সুবহানাহূ ওয়া তায়ালা তিনি অনুগ্রহবশতঃ কুল কায়িনাত সৃষ্টি করেছেন, এক লক্ষ চব্বিশ হাজার নবী-রসূল আলাইহিমুস সালাম, মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার নবী-রসূল আলাইহিমুস সালাম উনাদেরকে যমীনে পাঠিয়েছেন, সমগ্র কায়িনাত সৃষ্টি ও পরিচালনা করছেন এসবের মুবারক মূলে হলেন সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খাতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম, মাশুকে মাওলা, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি। এ মর্মে মহান আল্লাহ পাক সুবহানাহূ ওয়া তায়ালা তিনি পবিত্র হাদীছে কুদসী শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক করেন:

اَنَا وَاَنْتَ وَمَا سِوَاكَ خَلَقْتُ لِاَجْلِكَ

অর্থ: হে আমার প্রিয়তম হাবীব ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! শুধু আমি এবং আপনি। এছাড়া কায়িনাতের সবকিছুই আমি আপনার গোলামীর জন্যই সৃষ্টি করেছি। অর্থাৎ কুল কায়িনাত সৃষ্টি এবং পরিচালনার মূলেই হলেন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি। সুবহানাল্লাহ!

অনুরূপভাবে মহান আল্লাহ পাক তিনি পবিত্র কালামুল্লাহ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক করেন:

إِنِّيْ جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيْفَةً

অর্থ: নিশ্চয়ই আমি যমীনে খলীফা প্রেরণ করবো। (পবিত্র সূরা বাক্বারা শরীফ: পবিত্র আয়াত শরীফ- ৩০) (চলবে)

 

আবা-২৭৫

0 Comments: