দুনিয়াবী ও আখিরাতের ফায়দা হাছিল করার মাধ্যম মুজাদ্দিদে আ’যম আলাইহিস সালাম

 দুনিয়াবী ও আখিরাতের ফায়দা হাছিল করার মাধ্যম মুজাদ্দিদে আ’যম আলাইহিস সালাম

ছোহবত লাভ করার অর্থ হচ্ছে সান্নিধ্য লাভ করা। মহান ওলীআল্লাহ আলাইহিমুস সালাম উনাদের ছোহবত বা সান্নিধ্যে আসলে মানুষ যেমন মর্যাদাবান এবং হক্কানী হয় তেমনি কাফিরদের ছোহবত বা সান্নিধ্যে আসার কারণে মানুষ কাফির হয়, গুমরাহ হয়। এ প্রসঙ্গে পবিত্র সূরা আ’রাফ শরীফ উনার মধ্যে মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন, “নিশ্চয়ই মহান আল্লাহ পাক উনার রহমত যারা মুহসিনীন তথা মহান আল্লাহ পাক উনার ওলী, উনাদের উপরই মহান আল্লাহ পাক উনার রহমতে খাছ বর্ষিত হয়।” আর এই রহমতে খাছ আল্লাহওয়ালাগণ উনাদের মুবারক ছোহবত ব্যতীত হাছিল হয় না। তাই মহান আল্লাহ পাক তিনি পবিত্র সূরা তওবা উনার মধ্যে আদেশ করেন, “হে ঈমানদারগণ! তোমরা মহান আল্লাহ পাক উনাকে ভয় করো এবং ছদিক্বীন তথা আল্লাহওয়ালাগণ উনাদের সঙ্গী হয়ে যাও।” পৃথিবীতে এ পর্যন্ত যতো হযরত ইমাম-মুজতাহিদ রহমতুল্লাহি আলাইহিম উনারা পয়দা হয়েছেন উনারা প্রত্যেকেই ওলীআল্লাহগণ উনাদের ছোহবত ইখতিয়ার করার কারণেই এতো বড় ইমাম-মুজতাহিদ হয়েছেন। বাংলাদেশসহ বিশ্বের সকল মুসলমানদের উচিত যামানার খাছ লক্ষ্যস্থল রাজারবাগ শরীফ উনার মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম উনার ছোহবত ইখতিয়ারের মাধ্যমে দুনিয়াবী ও আখিরাতের ফায়দা হাছিল করা।


0 Comments: