মহাপবিত্র রবীউল আউওয়াল শরীফ উনার মহাসম্মানিত তাজদীদী নামকরণ ‘সাইয়্যিদুল আসইয়াদ’ হাদিয়া করেছেন মুজাদ্দিদে আ’যম আলাইহিস সালাম তিনি

 

মহাপবিত্র রবীউল আউওয়াল শরীফ উনার মহাসম্মানিত তাজদীদী নামকরণ ‘সাইয়্যিদুল আসইয়াদ’ হাদিয়া করেছেন মুজাদ্দিদে আ’যম আলাইহিস সালাম তিনি

 সৃষ্টির শুরু থেকে গণনা হিসেবে মাসের সংখ্যা বারোটি। তবে তার মধ্যে সবচেয়ে অধিক সম্মানিত মাস হচ্ছে- মহাপবিত্র রবীউল আউওয়াল শরীফ মাস। এই মহাসম্মানিত মাসের মহাসম্মানিত একটি নামকরণ হাদিয়া করেছেন- মুজাদ্দিদে আ’যম, গাউছুল আ’যম, খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, ইমাম রাজারবাগ শরীফ উনার মহাসম্মানিত মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম তিনি। আর সেটি হচ্ছে- ‘সাইয়্যিদুল আসইয়াদ’। সুবহানাল্লাহ! ‘সাইয়্যিদুল আসইয়াদ’ অর্থ হচ্ছে- ‘সাইয়্যিদেরও সাইয়্যিদ।’ সুবহানাল্লাহ!

মূলত, এ সাইয়্যিদুল আসইয়াদ, সাইয়্যিদুশ শুহুর, শাহরুল আ’যম মহাপবিত্র রবীউল আউওয়াল শরীফ মাসে মহান আল্লাহ পাক উনার পরেই যিনি উনার স্থান, যিনি সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি এই দুনিয়ার যমীনে তাশরীফ নিয়েছেন। আবার এই যমীন থেকে মহান আল্লাহ পাক উনার দীদার মুবারক-এ মিলিত হয়েছেন এ মহাপবিত্র মাসেই। সুবহানাল্লাহ! এছাড়াও আনুষ্ঠানিককভাবে নুবুওওয়াত শরীফ, হিজরত শরীফ এবং আরও বহু মুবারক ঘটনা এই মহাপবিত্র মাসেই সংঘটিত হয়েছে। সুবহানাল্লাহ!

সাইয়্যিদুল আসইয়াদ, সাইয়্যিদুশ শুহুর, শাহরুল আ’যম মহাপবিত্র রবীউল আউওয়াল শরীফ মাসের সম্মানে খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, ইমাম রাজারবাগ শরীফ উনার মহাসম্মানিত মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম তিনি সর্বপ্রথম পৃথিবীর বুকে ৫৬ দিনব্যাপী মাহফিলের আয়োজন করেছেন। যার মধ্যে ২৭ দিন প্রতিযোগিতা মাহফিল। ২৭ দিন ওয়াজ শরীফ ও দোয়ার মাহফিল এবং ৩ দিন সামা শরীফ উনার মাহফিল।

মহান আল্লাহ পাক তিনি আমাদের সবাইকে বর্তমান যামানার মুজাদ্দিদ, মুজাদ্দিদে আ’যম, গাউছুল আ’যম, খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, ইমাম রাজারবাগ শরীফ উনার মহাসম্মানিত মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম উনার কাছে বাইয়াত হয়ে, ছোহবত ইখতিয়ার করে মহাসম্মানিত রবীউল আউওয়াল শরীফ সম্পর্কিত বিশুদ্ধ আক্বীদা অর্জন করার তাওফীক দান করুন। (আমীন)।


0 Comments: