যামানার সকল বিদয়াত দূরীভূত করার জন্যই রাজারবাগ শরীফ উনার মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা উনার আগমন
আজ বাংলাদেশসহ সমগ্র বিশ্বে গণতন্ত্র করা, ছবি আঁকা ও ছবি তোলা, টেলিভিশন দেখা, খেলাধুলা করা নানা রকম ফিতনা-ফ্যাসাদ ও বিদয়াত কাজে নিমজ্জিত। এ অবস্থায় পবিত্র ঈমান ও আমল নিয়ে মুসলমানদের বসবাস করা খুবই কঠিন হয়ে পড়েছে। তবে আশার কথা হলো আমাদের মাঝে যামানার খাছ লক্ষ্যস্থল, ওলীআল্লাহ, যামানার ইমাম ও মুজতাহিদ, ইমামুল আইম্মাহ, মুহইস সুন্নাহ, কুতুবুল আলম, মুজাদ্দিদে আযম, আওলাদুর রসূল, সাইয়্যিদুনা ইমাম, রাজারবাগ শরীফ উনার মামদূহ মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম তিনি আছেন। তিনি লক্ষ লক্ষ মুসলমানদের ছোহবতে এনে অথবা রূহানি শক্তির মাধ্যমে হিদায়েত লাভের পথ দেখিয়ে দিচ্ছেন। মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম তিনি দৈনিক আল ইহসান শরীফ ও মাসিক আল বাইয়্যিনাত শরীফ উনার মাধ্যমে পবিত্র কুরআন শরীফ, পবিত্র হাদীছ শরীফ, ইজমা ও ক্বিয়াসের আলোকে বিশুদ্ধ আক্বীদা ও আমল সম্পর্কে বিশ্বের সব মুসলমানদের অবহিত করছেন এবং পাশাপাশি পৃথিবী থেকে সব বিদয়াত, শিরক ও কুফরী দূরীভূত করার দায়িত্ব পালন করছেন।
0 Comments:
Post a Comment