আল মুজাদ্দিদুল আ’যম মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম উনার অনুসরণ করলেই মুসলিম জাতি ধ্বংসের কারাগার থেকে মুক্তি পেতে পারে

 

আল মুজাদ্দিদুল আ’যম মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম উনার অনুসরণ করলেই মুসলিম জাতি ধ্বংসের কারাগার থেকে মুক্তি পেতে পারে

 ধ্বংসের কারাগারে আজ মুসলিম জাতি আবদ্ধ। ইহুদী-নাছারা তথা বিধর্মীরা এবং উলামায়ে ‘সূ’রা মিলে মুসলমানগণ উনাদেরকে অতি সুকৌশলে বন্দি করে রেখেছে সেই কারাগারে। মুসলিমরা অনুধাবনই করতেই পারছে না যে, নিজেরা সেই কারাগারে আটক। অথচ অতি শীঘ্রই ফাঁসি দেয়ার জন্য ওঁৎ পেতে আছে বিধর্মী এবং তাদের পা-চাটা গোলাম উলামায়ে ‘সূ’রা। তারা ফাঁসির ফরমান জারি করেছে মুসলিম উম্মাহর উপর, পবিত্র দ্বীন ইসলাম উনার উপর, তারা মুসলিম এবং পবিত্র দ্বীন ইসলাম উনাকে ধ্বংস করে, একা রাজত্ব করতে চায় এই দুনিয়ায়। উলামায়ে ‘সূ’রা হতে চায় সেই রাজত্বের রাজাদের পা-চাটা পোষা কুকুর। এটাই তাদের প্ল্যান-প্রোগ্রাম। এটাই তাদের একান্ত বাসনা।

এই উদ্দেশ্যকে লক্ষ্যে করেই নিকৃষ্ট প্রাণী উলামায়ে ‘সূ’ এবং তাদের মুনীবেরা মিলে মুসলিম জাতিকে ধ্বংসের কারাগারে রুদ্ধ করেছে। তাদের উপর ফাঁসির পরওয়ানা জারি করেছে।

ধিক! মুসলিম জাতির জন্য। শত ধিক! আফসুস তারা তাদের শত্রুকে বন্ধু হিসেবে গ্রহণ করেছে। চিনতে পারছে না তাদেরকে। নিজের অজান্তেই শত্রুদেরই শিকারে পরিণত হয়েছে তারা। ইসলাম থেকে দূরে সরে গেছে। নিজ ঐতিহ্যকে হারিয়েছে। অবশেষে আজ ফাঁসির কাষ্ঠে ঝুলন্ত।

হে মুসলিম! তুমি তোমার বিবেক শানিত কর। যামানার মুজাদ্দিদ, আল মুজাদ্দিদুল আ’যম, রাজারবাগ শরীফ উনার হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম উনার দামানে আশ্রয় চাও। তিনি তোমাদেরকে মুক্তি দিবেন। ফাঁসির কাষ্ঠ থেকে রেহাই দিবেন। ধ্বংসের কারাগার থেকে বের হতে পারবে তুমি। নিতে পারবে তুমি তোমার প্রতিশোধ। পারবে তোমার শত্রুর অন্তরাত্মা বের করে আনতে, উলামায়ে ‘সূ’দেরকে ধরা থেকে উৎখাত করতে। ফিরে পাবে তুমি তোমার পবিত্র ঈমানী জজবা। বাতিলের বুকে হানবে কুঠারাঘাত। বাতিল ধরণী হতে গোরে নিপতিত হবে। পবিত্র দ্বীন ইসলাম উনার নূরে নূরানী হবে জাহান। মর্যাদা বুলন্দ হবে তোমার। পবিত্র দ্বীন ইসলাম এবং মুসলিমের ত্রাণকর্তা তিনিই। কারণ তিনি হাবীবে খোদার নয়নের দুলাল, সর্বশ্রেষ্ঠ মুজাদ্দিদ, সুলত্বানিন নাছীর। মহান আল্লাহ পাক উনার এবং উনার রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের দয়া ও ইহসান সব সময় উনার উপর বিরাজমান। তিনি মাহবুব মাওলার। তিনি ইলাহীর মুনাওওয়ার।


0 Comments: