যদি কেউ মহান আল্লাহ পাক উনার হাবীব ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে দেখতে চায়, তবে তারা যেনো আমার মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম উনাকে এক নজর দেখে নেয়
খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, ইমামুল আইম্মাহ, মুহইস সুন্নাহ, মুজাদ্দিদে আ’যম ঢাকা রাজারবাগ শরীফ উনার মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম উনার অন্যতম লক্বব মুবারক হচ্ছে নক্বশায়ে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।
অর্থাৎ আমাদের মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম উনার সিরত-ছুরত, আমল-আখলাক এক কথায় উনার ক্বদম মুবারক হতে মাথা মুবারক পর্যন্ত সব কিছুই নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার অনুরূপ। যারা যামানার মহান মুজাদ্দিদ মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম উনাকে হাক্বীক্বীভাবে দেখেছেন, উনাকে তা’যীম-তাকরীম করেছেন, মুহব্বতের সাথে উনার মুবারক ক্বদম পাকে চুমু দিয়েছেন, তারাই হযরত নবী আলাইহিস সালাম উনাদের নবী, হযরত রসূল আলাইহিস সালাম উনাদের রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে দেখার সৌভাগ্য অর্জন করেছেন।
আর যারা নবী পাক ছল্লাল্লাহু আাইহি ওয়া সাল্লাম উনার চেহারা মুবারক দেখেছেন কেবল উনারাই বুঝতে পেরেছেন যে, যামানার ইমাম ও মুজাদ্দিদ মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম তিনি নক্বশায়ে নূরে মুজাসসাম ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। তাই যারা নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে দেখতে চায়, তারা যেনো যামানার মহান মুজাদ্দিদ মামদূহ মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম উনাকে মুহব্বতের সাথে এক নজর দেখে নেয়। মহান আল্লাহ পাক তিনি যেনো পৃথিবীর সকল জ্বিন-ইনসান, পুরুষ-মহিলা, সবাইকে মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম উনার ক্বদম মুবারক-এ এসে সৌভাগ্যমান হওয়ার তাওফীক দান করেন। আমীন।
0 Comments:
Post a Comment