রাজারবাগ শরীফ উনার হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম উনার ছোহবত ইখতিয়ার করা আমাদের সকল মুসলমানের ঈমানী দায়িত্ব ও কর্তব্য
আমাদের আত্মার পরিশুদ্ধির জন্য তথা মহান আল্লাহ পাক ও উনার রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের রহমত ও ইহসান পাওয়ার জন্য দরকার যিকির-ফিকির করা। আর যিকির-ফিকিরে ফয়েজ লাভ করার জন্য দরকার- কামিল মুর্শিদ বা পীর ছাহেব উনার মুবারক ছোহবত বা সান্নিধ্য ইখতিয়ার করা এবং উনাদেরকে আমাদের পিতা-মাতা, আত্মীয়-স্বজন, ধন-সম্পত্তি সবকিছু এমনকি আমাদের জীবনের চেয়ে বেশি মুহব্বত করা। মহান আল্লাহ পাক রব্বুল আলামীন উনার অশেষ নিয়ামত স্বরূপ আমাদের মাঝে আছেন যামানার খাছ লক্ষ্যস্থল ওলীআল্লাহ, যামানার ইমাম ও মুজতাহিদ, ইমামুল আইম্মা, মুহইস সুন্নাহ, কুতুবুল আলম, মুজাদ্দিদে আযম, আওলাদুর রসূল, হাবীবুল্লাহ রাজারবাগ শরীফ উনার মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম। উনি লক্ষ লক্ষ মুসলমানদের বাইয়াত করে কিভাবে যিকির-আযকার দ্বারা অন্তর পরিশুদ্ধ করা যায় তার তা’লীম দিচ্ছেন। আমাদের প্রত্যেককেই এই মহান মুজাদ্দিদ উনার মুবারক ছোহবত ইখতিয়ার করে হাক্বীক্বী ইখলাছ অর্জন পবিত্র ঈমানী দায়িত্ব ও কর্তব্য।
0 Comments:
Post a Comment