আদ জাতির ধ্বংসের সময়সীমা নিয়ে বিভ্রান্তিকর বক্তব্যের দাঁতভাঙ্গা জবাব

আদ জাতির ধ্বংসের সময়সীমা নিয়ে বিভ্রান্তিকর বক্তব্যের দাঁতভাঙ্গা জবাব

নাস্তিকদের আপত্তি : আদ জাতিকে হত্যা করতে কত সময় লেগেছিল? – একদিন (Quran 54:19-21)  নাকি এক সপ্তাহ (Quran 69:6-7)!

খণ্ডণ : মহান আল্লাহ পাক তিনি আদ জাতিকে ধ্বংস করার ব্যাপারে পবিত্র কুরআন শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক করেন-

وَاَمَّا عَادٌ فَاُهْلِكُوا بِرِيْحٍ صَرْصَرٍ عَاتِيَةٍ ◌ سَخَّرَهَا عَلَيْهِمْ سَبْعَ لَيَالٍ وَثَـمَانِيَةَ اَيَّامٍ حُسُوْمًا فَتَرَى الْقَوْمَ فِيْهَا صَرْعٰى كَاَنَّهُمْ اَعْجَازُ نَـخْلٍ خَاوِيَةٍ ◌ فَهَلْ تَرٰى لَـهُم مّن بَاقِيَةٍ ◌

অর্থ : “এবং আদ জাতিকে ধ্বংস করা হয়েছিল এক প্রচন্ড ঝঞ্জাবায়ু দ্বারা, যা মহান আল্লাহ পাক তিনি প্রবাহিত করেছিলেন তাদের উপর সাত রাত্রি ও আট দিবস পর্যন্ত অবিরাম। আপনি তাদেরকে দেখতেন যে, তারা অসার খর্জুর কান্ডের ন্যায় ভূপাতিত হয়ে রয়েছে।” (পবিত্র সূরা হাক্কাহ শরীফ : পবিত্র আয়াত শরীফ ৬-৭)

অর্থাৎ মহান আল্লাহ পাক তিনি স্পষ্টভাবে জানিয়ে দিলেন যে, মহান আল্লাহ পাক তিনি আদ জাতিকে ধ্বংস করার জন্য সাত রাত্রি ও আট দিবস পর্যন্ত অবিরাম প্রচন্ড ঝঞ্জাবায়ু প্রবাহিত করেন। আর মহান আল্লাহ পাক তিনি পবিত্র কুরআন শরীফ উনার মধ্যে অন্যত্র এই ঝঞ্জাবায়ু প্রবাহিত হওয়ার শুরুর দিন সম্পর্কে উল্লেখ করেন যে, 

اِنَّا أَرْسَلْنَا عَلَيْهِمْ رِيـْحًا صَرْصَرًا فِي يَوْمِ نَـحْسٍ مُّسْتَمرّ ◌ تَنْزِعُ النَّاسَ كَاَنَّهُمْ اَعْجَازُ نَـخْلٍ مُّنقَعِرٍ ◌

অর্থ : “আমি এক চিরাচরিত অকল্যাণকর দিনে তাদের উপর ঝঞ্জাবায়ু প্রেরণ করেছিলাম। তা মানুষকে উৎখাত করছিল, যেন তারা উৎপাটিত খর্জুর বৃক্ষের কান্ড।” (পবিত্র সূরা ক্বমর শরীফ : পবিত্র আয়াত শরীফ ১৯)

অর্থাৎ আদ জাতির জন্য তাদের পাপাচারের কারণে এক চিরাচরিত অকল্যাণকর দিনে প্রচন্ড ঝঞ্জাবায়ু প্রবাহিত শুরু হয়, যা একটানা সাত রাত্রি ও আট দিবস পর্যন্ত প্রবাহিত হয়। ফলে আদ জাতি অসার খর্জুর কান্ডের ন্যায় উৎপাটিত হয়ে গিয়েছিল।


0 Comments: