কিয়ামতের সময় পর্বতরাজির অবস্থা নিয়ে বিভ্রান্তিকর বক্তব্যের দাঁতভাঙ্গা জবাব


কিয়ামতের সময় পর্বতরাজির অবস্থা নিয়ে বিভ্রান্তিকর বক্তব্যের দাঁতভাঙ্গা জবাব

নাস্তিকদের আপত্তি : কেয়ামতের সময় পর্বতরাজির কি হবে? - পশমের মত হবে (Quran70:9)  নাকি অদৃশ্য হবে (Quran 78:20)!

খণ্ডণ : মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন-

يَوْمَ تَكُوْنُ السَّمَاءُ كَالْمُهْلِ ◌ وَتَكُونُ الْـجِبَالُ كَالْعِهْنِ ◌

অর্থ : “সেদিন আকাশ হবে গলিত তামার মত এবং পর্বতসমূহ হবে রঙ্গীন পশমের মত।” (পবিত্র সূরা মা’য়ারিজ শরীফ : পবিত্র আয়াত শরীফ ৮-৯)

মহান আল্লাহ পাক তিনি অন্যত্র ইরশাদ মুবারক করেন-

يَوْمَ يُنفَخُ فِي الصُّوْرِ فَتَاْتُوْنَ اَفْوَاجًا ◌ وَفُتِحَتِ السَّمَاءُ فَكَانَتْ اَبْوَابًا ◌ وَسُيّرَتِ الْـجِبَالُ فَكَانَتْ سَرَابًا ◌

অর্থ : “যেদিন শিংগায় ফুঁঁক দেয়া হবে, তখন তোমরা দলে দলে সমাগত হবে। আকাশ বিদীর্ণ হয়ে; তাতে বহু দরজা সৃষ্টি হবে এবং পর্বতমালা চালিত হয়ে মরীচিকা হয়ে যাবে।” (পবিত্র সূরা নাবা শরীফ : পবিত্র আয়াত শরীফ ১৮-২০)

প্রথম আয়াত শরীফ উনার মধ্যে পর্বতমালা রঙ্গীন পশমের মত উড়তে থাকবে বলে উল্লেখ রয়েছে। এই অবস্থা কিয়ামতের সময় ঘটবে, যা প্রথম সিংগায় ফুঁঁ দেয়ার সাথে সাথে ঘটবে। 

আর দ্বিতীয় আয়াত শরীফ উনার মধ্যে পর্বতমালা মরীচিকা হয়ে যাবে বলে উল্লেখ রয়েছে। এই অবস্থা হাশরের ময়দান কায়িম হলে সংঘটিত হবে।

নাস্তিকরা মূর্খ বলে এই বিষয়টি অনুধাবনে সম্পূর্ণ ব্যর্থ।


0 Comments: