পৃথিবীর সকল প্রাণীই কি মানুষের মত একটা সমাজ বা কমুনিটিতে বাস করে?

পৃথিবীর সকল প্রাণীই কি মানুষের মত একটা সমাজ বা কমুনিটিতে বাস করে?

নাস্তিকদের আপত্তি ৮ : পৃথিবীর সকল প্রাণীই কি মানুষের মত একটা সমাজ বা কমুনিটিতে বাস করে (Quran 6:38)? কুরান রচয়িতার কি জাগুয়ার (jaguar), লেপার্ড (leopard) বা মাকর্সা (spiders) এদের ব্যাপারে অজানা ছিল?

খন্ডন : মহান আল্লাহ পাক তিনি পবিত্র কুরআন শরীফ উনার মধ্যে পৃথিবীর সমস্ত প্রাণীর বিষয়ে ইরশাদ মুবারক করেন-

وَمَا مِن دَابَّةٍ فِي الْأَرْضِ وَلَا طَائِرٍ يَطِيرُ بِـجَنَاحَيْهِ إِلَّا أُمَمٌ أَمْثَالُكُم ۚ

অর্থ : “আর যত প্রকার প্রাণী পৃথিবীতে বিচরণশীল রয়েছে এবং যত প্রকার পাখী দু’ডানাযোগে উড়ে বেড়ায় তারা সবাই তোমাদের মতই একেকটি শ্রেণী।” (পবিত্র সূরা আন‘আম শরীফ : পবিত্র আয়াত শরীফ ৩৮)

উক্ত আয়াত শরীফ উনার মধ্যে বলা হয়েছে যে, জাগুয়ার (jaguar),  লেপার্ড (leopard) বা মাকড়সা (spiders)  এরা মানুষের মতোই একেকটি শ্রেণী। কিন্তু এ কথা বলা হয়নি যে, জাগুয়ার (jaguar),  লেপার্ড (leopard)  বা মাকড়সা (spiders) এরা মানুষের মতোই সমাজবদ্ধ হয়ে বা একটি সমাজ বা কমুনিটিতে বসবাস করে।

উপরোক্ত আয়াত শরীফ উনার অর্থ অনুধাবনে সম্পূর্ণরূপে ব্যর্থ হওয়ার কারণেই নাস্তিকরা এ ধরণের প্রশ্নের অবতারণা করেছে। কেননা, উপরোক্ত আয়াত শরীফ উনার মধ্যে বিভিন্ন প্রাণীর শ্রেণী বিভক্তির বিষয়টি বর্ণনা করা হয়েছে। এ আয়াত শরীফ উনার মধ্যে পৃথিবীর সকল প্রাণীই মানুষের মত একটা সমাজ বা কমুনিটিতে বাস করে বা সমাজবদ্ধ হয়ে বসবাস করে এমন কোন বক্তব্য প্রদান করা হয়নি।


0 Comments: