৩৬২ নং- সুওয়াল - চার রাকায়াত বিশিষ্ট নফল বা সুন্নাতে জায়েদা নামাযে প্রথম বৈঠকে নাকি তাশাহুদ, দুরুদ শরীফ এবং দোয়া মা’ছূরা পড়ে দাঁড়িয়ে বাকী দু’রাকায়াত পড়ে নামায শেষ করতে হয়? তা জানতে বাসনা রাখি।

সুওয়াল - চার রাকায়াত বিশিষ্ট নফল বা সুন্নাতে জায়েদা নামাযে প্রথম বৈঠকে নাকি তাশাহুদ, দুরুদ শরীফ এবং দোয়া মা’ছূরা পড়ে দাঁড়িয়ে বাকী দু’রাকায়াত পড়ে নামায শেষ করতে হয়? তা জানতে বাসনা রাখি।
জাওয়াব - চার রাকায়াত বিশিষ্ট নফল ও সুন্নাতে যায়েদা নামাজ দু’নিয়মেই পড়া যায়। অর্থাৎ কেউ যদি ইচ্ছা করে, তবে প্রথম বৈঠকে আত্তাহিয়্যাতু, দুরুদ শরীফ এবং দোয়া মাছূরা পড়ে দাঁড়িয়ে তৃতীয় রাকায়াতের শুরুতে ছানা পড়ে অবশিষ্ট দু’রাকায়াত নামাজ যথারীতি শেষ করতে পারে। অন্যথায় প্রথম বৈঠকে শুধু আত্তাহিয়্যাতু পড়ে দাঁড়িয়ে বাকী দু’রাকায়াত নামায যথারীতি শেষ করতে পারে।
আবা-২৪

0 Comments: