সুওয়াল - বর্তমানে বিনা প্রয়োজনে ছবি উঠানো জায়েয আছে কি?
জাওয়াব - না, জায়েয নেই বরং হারাম। তবে বর্তমানে অনৈসলামিক রাষ্ট্রের কারণে হালাল রুজী অন্বেষনের জন্য কিম্বা ফরজ, ওয়াজিব ইবাদত পালনের ক্ষেত্রে ছবি উঠাতে বাধ্য করা হলে, প্রয়োজন অনুযায়ী ছবি উঠানো মুবাহ। কারণ এ অবস্থায় সে মাজুর বা অপারগ। শরীয়তে উসুল রয়েছে,
الضرورات تبح المحظورات.
অর্থঃ- জরুরতে হারাম মুবাহ হয়ে যায়।
অতএব, বিনা প্রয়োজনে প্রাণীর ছবি তোলা পূর্বে যেমন হারাম ছিল, বর্তমানেও তা হারাম এবং ক্বিয়ামত পর্যন্ত তা হারামই থাকবে। কারণ যুগের পরিবর্তনে শরীয়ত কর্তৃক নির্ধারিত অকাট্য হারাম বিষয়সমূহ কখনো হালাল হতে পারেনা।
আবা-২৩
0 Comments:
Post a Comment