সুওয়ালঃ- দাঁড়ীর সুন্নতী মাপ কিরূপ? আজকাল দেখা যায়, কিছু লোকের দাঁড়ী প্রায় নাভী অতিক্রম করেছে। এমন দাঁড়ী সম্পর্কে শরীয়তের হুকুম কি? আবার অনেকে বলে যে, যারা কোনদিন দাঁড়ী কাটবেনা, তারা জান্নাতে লাইলী-মজনুর বিবাহ খেতে পারবে। এটা কতটুকু সত্য, দলীলসহ বিস্তারিত জানতে চাই।
জাওয়াব - সীনাপোর দাঁড়ী খাছ সুন্নাতের অন্তর্ভূক্ত। কেননা মহান আল্লাহ পাক উনার রসূল সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার দাঁড়ী মোবারক ছিল সীনাপোর। যার বর্ণনা সীরাত গ্রন্থসমূহে উল্লেখ করা হয়েছে। ‘ইহ্য়াউল উলুম’ কিতাবে উল্লেখ রয়েছে যে, অতি লম্বা দাঁড়ী আহমকের লক্ষণ। অতএব দাঁড়ী অধিক লম্বা হলে, তা কেটে সুন্নাত তরীক্বা মোতাবেক রাখাই উত্তম।
যারা কোনদিন দাঁড়ী কাটবেনা, তারা জান্নাতে লাইলী-মজনুর বিবাহ খেতে পারবে, একথা মিথ্যা ও কাল্পনিক, এমন বর্ণনা নির্ভরযোগ্য কোন কিতাবে উল্লেখ নেই (ফতওয়ায়ে আমিনিয়া)। তবে কবি, সাহিত্যিকগণ নসীহত গ্রহণের উদ্দেশ্যে লাইলী-মজনুর কাল্পনিক ঘটনার অবতারণা করেন। যার বর্ণনা কতক কিতাবে দেখতে পাওয়া যায়।
আবা-২৩
দাঁড়ি ও গোফ রাখার আহকাম । লিংক -
0 Comments:
Post a Comment