
জাওয়াব - হযরত ইমাম আ’যম আবূ হানীফা রহমতুল্লাহি আলাইহি দু’জন পীর ছাহেব উনার নিকট বাইয়াত হয়েছিলেন। তিনি প্রথমে হযরত ইমাম বাকের রহমতুল্লাহি আলাইহি উনার কাছে বাইয়াত হন। হযরত ইমাম বাকের রহমতুল্লাহি আলাইহি উনার ইন্তিকালের পর উনার ছেলে ইমাম জাফর সাদিক রহমতুল্লাহি আলাইহি উনার নিকট বাইয়াত হন। হযরত ইমাম আ’যম আবূ হানীফা রহমতুল্লাহি আলাইহি উনার পীর ছাহেব সম্পর্কে ‘ইছনা আশারিয়া’ ও ‘সাইফুল মোকাল্লেদীন’ কিতাবে উল্লেখ করা হয়েছে এবং ইমাম আ’যম আবূ হানীফা রহমতুল্লাহি আলাইহি উনার সিলসিলা সম্পর্কে ‘ গায়াতুল আওতার ফি শরহে দোররিল মোখতার’ কিতাবে উল্লেখ করা হয়েছে।
আবা-২৩
0 Comments:
Post a Comment