৩৫৬ নং- সুওয়াল - পুরুষের কান ফোঁড়ানো শরীয়ত সম্মত কিনা, জানতে চাই।

সুওয়াল - পুরুষের কান ফোঁড়ানো শরীয়ত সম্মত কিনা, জানতে চাই।
জাওয়াব - না, পুরুষের কান ফোঁড়ানো জায়েয নেই। কারণ ইবলিশ যখন মহান আল্লাহ পাক উনার হুকুম অমান্য করে অভিশপ্ত, বিতাড়িত ও মরদুদ হয়ে গেল। তখন সে যা বলেছিল- তার কিছু অংশ মহান আল্লাহ পাক কুরআন শরীফে উল্লেখ করেন-
ولامر نهم فلبغيرن خلق الله ومن يتخذ الشيطان وليا من دون الله فقد خسر خسرانا ميينا.
অর্থঃ- (ইবলিস বলেছিল) এবং নিশ্চয়ই আমি তাদেরকে আদেশ করব, যাতে তারা মহান আল্লাহ পাক উনার দেয়া আকৃতির পরিবর্তন করে। আর যারা মহান আল্লাহ্ পাক ব্যতীত শয়তানকে বন্ধুরূপে গ্রহণ করে, তারা প্রকাশ্য ক্ষতিগ্রস্থদের অন্তর্ভূক্ত। (সূরা নিসা, আয়ান নং-১৯) 
এ আয়াত শরীফের তাফসীরে উল্লেখ করা হয়েছে যে, পুরুষের কান ছিদ্র করা, নাক ছিদ্র করা, দাঁড়ী মুন্ডন করা ইত্যাদি আকৃতি-বিকৃতির শামীল, যা নাজায়েয ও হারাম। এছাড়া মেয়েদের মত চুল লম্বা রাখা, কানে রিং পরা, গলায় চেন পরা, হাতে বালা, চুড়ি বা ব্রেসলেট ইত্যাদি ব্যবহার করা, ছেলেরা মেয়েদের পোশাক এবং মেয়েরা ছেলেদের পোশাক পরিধান করা ইত্যাদিও নাজায়েয ও হারামের অন্তর্ভূক্ত। (সমূহ তাফসীরের কিতাব, বুখারী শরীফ, ফতহুল বারী, উমদাতুল ক্বারী ইত্যাদি দ্রষ্টব্য) 
আবা-২৪

0 Comments: