সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম উনার মুবারক মজলিস হচ্ছে হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনাদের তা’লীমী মজলিসের হাক্বীক্বী মিছদাক


 
সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম উনার মুবারক মজলিস হচ্ছে হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনাদের তা’লীমী মজলিসের হাক্বীক্বী মিছদাক

যিকির-ফিকির, রিয়াযত-মাশাক্কাত করে কখনো মুজাদ্দিদে আ’যম হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম উনার সম্মানিতা যাওজাহ হওয়া সম্ভব নয়। এই বিষয়টি খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার এবং উনার রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের কর্তৃক মনোনীত। খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি এবং উনার রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনারা হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন নাস সালাম উনাদেরকে যত নিয়ামত ও রহমত হাদিয়া করেছেন ক্বায়িম-মাক্বাম হিসেবে উনারা রাজারবাগ শরীফ উনার হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম উনাকেও অনুরূপ হাদিয়া করেছেন। সুবহানাল্লাহ!

হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনাদের সাথে দায়েমী মুবারক তায়াল্লুক নিসবত, দায়িমী দীদারে সর্বোপরি খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার এবং উনার রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের দায়েমী মুহব্বত ও মা’রিফতে কাটে হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম উনার। সুবহানাল্লাহ!

হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম তিনি মুসলিম উম্মাহর জন্য সুমহান আদর্শ। উনার মুবারক ছোহবত ইখতিয়ার করে মুসলিম মহিলা জাতি পাচ্ছে মুক্তির আলোক দিশা। উনার মুবারক ছোহবতে পাচ্ছে হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন নাস সালাম ও উম্মু আবীহা হযরত যাহরা আলাইহাস সালাম উনাদের মুবারক ছোহবতের নূর ও খাছ তায়াল্লুক নিসবত। সুবহানাল্লাহ!

সাইয়্যিদাতুন নিসা, ইমামুছ ছিদ্দীক্বা, খোদায়ী হুসনে দাদ, হাবীবাতুল্লাহ হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম উনার জাহির বাতিন ইত্তেহাদী তাওয়াজ্জুহ-ফয়েজ হাছিল করে দোজাহানে কামিয়াবী হাছিল করা মুসলিম উম্মাহর জন্য ফরয-ওয়াজিবের অন্তর্ভুক্ত।

মহিলাদের উচিত হবে রাজারবাগ দরবার শরীফ-এ এসে খোদায়ী হুসনে দাদ, হাবীবাতুল্লাহ, ত্বাহিরা ওয়াত ত্বইয়িবা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম উনার মুবারক ছোহবত ইখতিয়ার করে, উনার তা’লীমী মজলিসে হাজির হয়ে খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার এবং উনার হাবীব, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের খাছ মুবারক রেযামন্দি ও মুবারক সন্তুষ্টি হাছিল করা। পাশাপাশি মহিলাদের কিভাবে শরীয়তসম্মতভাবে চলতে হবে তা জেনে নেয়া। সাইয়্যিদাতুন নিসা, ইমামুছ ছিদ্দীক্বা, খোদায়ী হুসনে দাদ, হাবীবাতুল্লাহ হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম উনার মুবারক উসীলায় খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি সকল মহিলাকে সেই তাওফীক দান করুন। (আমীন)


0 Comments: