সাইয়্যিদাতুন নিসা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম তিনি মহিলাকুলের তরে সর্বশ্রেষ্ঠ আদর্শ

 সাইয়্যিদাতুন নিসা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম তিনি মহিলাকুলের তরে সর্বশ্রেষ্ঠ আদর্শ 

খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক রব্বুল আলামীন তিনি পবিত্র কুরআন শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক করেন, “তোমাদের জন্য খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মধ্যে সর্বোত্তম আদর্শ নিহিত রয়েছে।” (পবিত্র সূরা আহযাব শরীফ: পবিত্র আয়াত শরীফ ২১)

মহান আল্লাহ পাক উনার রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, “তোমরা আমার পবিত্র বিছাল শরীফ উনার পর উম্মুল মু’মিনীন আছ ছালিছাহ সাইয়্যিদাতুনা হযরত ছিদ্দীক্বা আলাইহাস সালাম উনার নিকট থেকে পবিত্র দ্বীন শিখবে।” অর্থাৎ তিনি পবিত্র ইলহাম ও পবিত্র ইলক্বা উনাদের দ্বারা নিয়ন্ত্রিত হয়ে পবিত্র দ্বীন শিক্ষা দিবেন। তিনি সমস্ত প্রকার ইলমের অধিকারিনী এবং সর্বপ্রকার আদর্শ উম্মুল মু’মিনীন আছ ছালিছাহ হযরত ছিদ্দীক্বা আলাইহাস সালাম উনার মধ্যে নিহিত রয়েছে। বর্তমানে তো হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনারা নেই, তাহলে মহিলাজাতি কার কাছ থেকে উত্তম আদর্শ মুবারক গ্রহণ করবে? সাইয়্যিদাতুন নিসা, আফযালুন নিসা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম তিনি ক্বায়িম-মাক্বামে উম্মাহাতুল মু’মিনীন অর্থাৎ তিনি উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনাদের উত্তরাধিকারী হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনাদের আদর্শ পরিপূর্ণরূপে আমাদের উম্মুল উমাম আলাইহাস সালাম উনার মধ্যে নিহিত। তিনি পরিপূর্ণ পবিত্র সুন্নত উনার পাবন্দ। উনার দ্বারা পবিত্র সুন্নত উনার পরিপন্থী কোনো আমল সংঘটিত হয় না। মহান আল্লাহ পাক উনাকে ইলম-আমল-ইখলাসের সর্বোচ্চ শিখরে উন্নীত করেছেন। সম্মানিত শরীয়ত ও তরীক্বত উভয় ইলমের দিক থেকেই তিনি পরিপূর্ণতার চরম-পরম সীমায় পৌঁছিছেন। একজন উম্মত হিসেবে খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার এবং উনার হাবীব উনার পক্ষ থেকে যতটুকু মর্যাদা-মর্তবা লাভ করা সম্ভব ততটুকুই লাভ করেছেন। সুবহানাল্লাহ! 

সাইয়্যিদাতুন নিসা, আফযালুন নিসা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম উনার মতো মুক্তাক্বী-পরহেযগার মহিলার উপস্থিতি জাহানের মাঝে বিরল। তিনি হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনাদের মতো মহিলাকুলকে মহান আল্লাহ পাক উনার এবং উনার রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের মুবারক মা’রিফাত-মুহব্বত দানে ধন্য করছেন। উনার মুবারক ছোহবতে মহিলাকুল বেহায়া থেকে হায়া লাভ করছে, বেশরা ছেড়ে পবিত্র ইসলামী শরীয়ত উনার দিকে ধাবিত হচ্ছে, পবিত্র দ্বীন ইসলাম উনার গর্হিত হারাম, নাজায়িয কাজ ছেড়ে দিয়ে পবিত্র সুন্নত পালনে ধাবিত হচ্ছে। তাই সাইয়্যিদাতুন নিসা, আফযালুন নিসা, ক্বায়িম-মাক্বামে উম্মাহাতুল মু’মিনীন সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম তিনি মহিলাকুলের জন্য সবশ্রেষ্ঠ আদর্শ।


0 Comments: