মহান আল্লাহ পাক উনার তরফ থেকে এসেছেন একজন স্নেহময়ী মা

 

মহান আল্লাহ পাক উনার তরফ থেকে এসেছেন একজন স্নেহময়ী মা

 খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি উনার কালাম পাক পবিত্র কুরআন শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক করেন, তোমাদের নিকট প্রেরিত হয়েছেন একজন পয়গম্বর ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, উনার নিকট তোমাদের কোনো দুঃখের বিষয় কষ্টের কারণ, ক্ষতির বিষয় উনার নিকট অত্যন্ত বেদনাদায়ক। তিনি তোমাদের সর্বোত্তম ভালাই চান।”

উপরোক্ত পবিত্র আয়াত শরীফখানা উনার হাক্বীক্বী মেছাদক হচ্ছেন, সাইয়্যিদুল কাওনাইন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সুমহান আওলাদে পাক, শাফিয়ে মাহশার, সুলত্বানিন নাছিরা, উম্মুল খায়ের, উম্মুল উমাম আউওয়ালীন ওয়াল আখিরীন, উম্মু আবীহা হযরত উম্মুল উমাম আলাইহাছ ছলাতু ওয়াস সালাম তিনি। সুবহানাল্লাহ!

সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম উনার একান্ত মুবারক প্রচেষ্টায় অনেক, অগণিত, অসংখ্য মহিলারা গুমরাহ থেকে হিদায়েত, বেপর্দা থেকে পর্দা, হারাম, নাজায়িয, কুফরী, শিরকী, বেদয়াতী আক্বীদা, আমল থেকে পবিত্র আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদা, আমল নবায়ন করতে পেরেছেন। সুবহানাল্লাহ!

প্রত্যেক মহিলাদের পাশাপাশি পুরুষদের ফিকিরযোগ্য বিষয় হলো: তাদের অধীনস্থ মা-বোন-আহলিয়া-মেয়ে উনাদেরকে সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম উনার নেক ছায়াতল মুবারকে নিয়ে আসা। কেননা একথা এমন স্বতঃসিদ্ধ যে, তিনি সর্বকালের, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ দয়াময় স্নেহময়ী মা, যিনি নববী সুন্নাহ শরীফ উনার হুবহু নকশা তথা ধারক ও বাহক।


0 Comments: