হাবীবাতুল্লাহ্, আফযালুন নিসা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম তিনি তামাম মহিলাকুলের সাইয়্যিদাহ
পবিত্র কালামুল্লাহ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে, “নিশ্চয়ই তোমাদের মধ্যে ওই ব্যক্তি খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার নিকট অধিক সম্মানিত, যিনি তোমাদের মধ্যে অধিক মুত্তাকী।”
এখন প্রশ্ন হচ্ছে, প্রকৃত তাক্বওয়া কী? প্রকৃত তাক্বওয়া হচ্ছে, খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার হাবীব, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পবিত্র সুন্নত মুবারক উনার ইত্তেবা করা। এ প্রসঙ্গে খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক রব্বুল আলামীন তিনি ইরশাদ মুবারক করেন, “(হে আমার হাবীব হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম!) আপনি বলে দিন তোমরা যদি খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার মুহব্বত (ভালোবাসা, মর্যাদা, মর্তবা) চাও তাহলে আমাকে (মহান আল্লাহ পাক উনার হাবীব উনাকে) অনুসরণ কর।”
প্রকৃতপক্ষে যিনি যতটুকু পবিত্র সুন্নত উনার ইত্তেবা করবেন তিনি ততটুকু মর্যাদা মর্তবা লাভ করতে পারবেন। হাক্বীক্বত পবিত্র সুন্নত উনার মধ্যেই সমস্ত মর্যাদা-মর্তবা নিহিত। হযরত ছিদ্দীক্বে আকবর আলাইহিস সালাম তিনি হযরত নবী আলাইহিমুস সালাম উনাদের পরে শ্রেষ্ঠ মানুষ হয়ে ছিলেন খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার হাবীব ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে সূক্ষ্মাতিসূক্ষ্ম-পূঙ্খানুপুঙ্খ অনুসরণ অনুকরণ করে।
আফযালুন নিসা, হাবীবাতুল্লাহ, সাইয়্যিদাতুন নিসা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম তিনি খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার ও উনার হাবীব ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের ইহসানে পরিপূর্ণরূপে পবিত্র সুন্নত উনার অনুসরণ অনুকরণ করে থাকেন। তিনি পবিত্র সুন্নত উনার খিলাফ কোনো কাজ কর্ম বা কোনো কিছুই করেন না। উনার মতো পবিত্র সুন্নত উনার অনুসরণকারিণী মহিলা জাহানে খুঁজে পাওয়া বাস্তবিকই অসম্ভব। সুবহানাল্লাহ!
পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে বর্ণিত রয়েছে, খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, “তোমরা আমার পরে দ্বীন শিক্ষা করবে উম্মুল মু’মিনীন আছ ছালিছাহ হযরত ছিদ্দীক্বা আলাইহাস সালাম উনার থেকে।” বর্তমান যামানায় হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম তিনি উম্মুল মু’মিনীন হযরত ছিদ্দীক্বা আলাইহাস সালাম উনার ক্বায়িম-মাক্বাম। উনার মুবারক তা’লীম শুনে মহিলারা তাদের আক্বীদা বিশুদ্ধ করছে। নিজেদেরকে তারা পবিত্র সুন্নত উনার রঙে রঞ্জিত করছে হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম উনার পবিত্র সুন্নত উনার আমল দেখে। বেপর্দা মহিলা উনার নূরী বয়ানের ফায়েজে নিজেকে আবৃত করছে পর্দায়। সর্বোপরি মহিলারা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম উনার মুবারক পরশে হাক্বীক্বী আল্লাহওয়ালীতে পরিণত হচ্ছে। সুবহানাল্লাহ!
অন্যদিকে হাবীবাতুল্লাহ, ক্বায়িম-মাক্বামে উম্মাহাতুল মু’মিনীন, সাইয়্যিদাতুন নিসা, হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম তিনি হচ্ছেন- মুজাদ্দিদুল আ’যম, জামিউল আউলিয়া, মুহ্ইউস সুন্নাহ মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম উনার পবিত্রা যাওজাতুম মুকাররমাহ। তাহলে উনার মর্যাদা-মর্তবা কতটুকু তা সহজেই অনুমেয়। খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন, “পবিত্র পুরুষের জন্য পবিত্র মহিলা”। অর্থাৎ পুরুষ যে রকম মর্যাদাবান হয়ে থাকেন, খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার জন্য ততটুকু মর্যাদাবান মহিলা নির্ধারণ করে থাকেন।
খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার হাবীব যেমন ‘অন্য কারো মতো নন, অনুরূপ খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সম্মানিতা ও পবিত্রা নিসা আলাইহিন্নাস সালাম হওয়ার কারণে হযরত উম্মুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনাদেরকে খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার যমীনে যত মহিলা রয়েছেন তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠা করেছেন। উনারা কারো মতো নন। খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন, “হে মহান আল্লাহ পাক উনার রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পবিত্রা নিসা আলাইহিন্নাস সালাম হওয়ার কারণে আপনারা অন্য কোনো মহিলাদের মতো নন।” সুবহানাল্লাহ!
বর্তমানে এই কথা দিবালোকের ন্যায় সুস্পষ্ট যে বর্তমান যামানার মুজাদ্দিদ, আল মুজাদ্দিদুল আ’যম, জামিউল আউলিয়া, আওলাদে রসুল তিনি হচ্ছেন আমাদের প্রাণপ্রিয় রাজারবাগ শরীফ উনার মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম। আমাদের নয়নের মণি, আল মুজাদ্দিদুল আ’যম হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম তিনি যেমন আউলিয়ায়ে কিরাম উনাদের মধ্যে সাইয়্যিদ (সর্বশ্রেষ্ঠ), তেমনিভাবে আমাদের মামদূহ হযরত মুর্শিদ আলাইহিস সালাম উনার যাওজাতুম মুকাররমাহ হাবীবাতুল্লাহ হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম তিনি তামাম মহিলাকুলের মধ্যে সাইয়্যিদা তথা সাইয়্যিদাতুন নিসা (মহিলাকুলের মধ্যে সর্বশ্রেষ্ঠা)
0 Comments:
Post a Comment