আদ্ দুরারুল মুখতারাহ্ (ফী নিসবাতি সুলত্বানিন নাছীর-২য় খণ্ড) * (আল মুকাদ্দিমাহ্) اَلْمُقَدِّمَةُ

 * (আল মুকাদ্দিমাহ্)  اَلْمُقَدِّمَةُ

اَلْحَمْدُ وَالصَّلٰوةُ وَالسَّلَمُ لِشَيْخِنَا خَلِيْفَةِ اللهِ حَضْرَتْ سُلْطَانٍ نَّصِيْرٍ عَلَيْهِ السَّلَمُ وَلِحَضْرَتْ اَهْلِ بَيْتِهِ الْكَرِيْمِ عَلَيْهِمُ السَّلَمُ وَالصَّلٰوةُ وَالسَّلَمُ عَلٰى بِيَاءِ وَالْمُرْسَلِيْنَ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَعَلٰى حَضْرَتْ اَهْلِ بَيْتِهِ سَيِّدِ الَْنْ الْكَرِيْمِ عَلَيْهِمُ السَّلَمُ وَالْحَمْدُ لِِّٰ رَبِّ الْعَالَمِيْنَ. اَمَّا بعَْدُ

যিনি খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন-

وَاللهُ يَخْتَصُّ بِرَحْمَتِهٖ مَنْ يَّشَآءُ.

অর্থ: “মহান আল্লাহ পাক তিনি যাঁকে ইচ্ছা স্বীয় রহমত মুবারক দ্বারা খাছ করে নেন।” সুবহানাল্লাহ! (সম্মানিত ও পবিত্র সূরা বাক্বারা শরীফ : সম্মানিত ও পবিত্র আয়াত শরীফ ১০৫)

এই সম্মানিত ও পবিত্র আয়াত শরীফ উনার পরিপূর্ণ মিছদাক্ব হচ্ছেন ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, রহমাতুল্লিল আলামীন মামদূহ মুর্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম তিনি। সুবহানা মামদূহ মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম! উনাকে মহান আল্লাহ পাক তিনি এবং উনার মহাসম্মানিত ও মহাপবিত্র হাবীব মাহবূব, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি অর্থাৎ উনারা আখাছ্ছুল খাছভাবে মনোনীত করেছেন এবং মহান আল্লাহ পাক তিনি উনাকে উনাদের পরে সর্বোচ্চ মহাসম্মানিত ও মহাপবিত্র মাক্বাম হাদিয়া মুবারক করেই সম্মানিত সৃষ্টি মুবারক করেছেন। সুবহানা মামদূহ মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম! তিনি শুধু মহান আল্লাহ পাক তিনি নন এবং নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি নন; এছাড়া সমস্ত শান-মান, ফাযায়িলফযীলত, বুযূর্গী-সম্মান মুবারক উনাদের মালিক। সুবহানা মামদূহ মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম! এই বিষয়টিই স্পষ্ট হয়ে যায়- খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার, উনার মহাসম্মানিত ও মহাপবিত্র হাবীব মাহবূব, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার

এবং মহাসম্মানিত ও মহাপবিত্র হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের সাথে রহমাতুল্লিল আলামীন মামদূহ মুর্শিদ ক্বিবলা সাইয়্যিদুনাহযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার যে বেমেছাল মহাসম্মানিত তা‘য়াল্লুক্ব-নিসবত মুবারক সম্পনড়ব মহাসম্মানিত ও মহাপবিত্র ওয়াক্বেয়াহ্ মুবারক রয়েছেন, সে সকল মহাসম্মানিত ও মহাপবিত্র ওয়াক্বেয়াহ্ মুবারক উনাদের মাধ্যমে। সুবহানা মামদূহ মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম! বক্ষমান কিতাব মুবারক-এ সে সকল অসংখ্য মহাসম্মানিত ও মহাপবিত্র ওয়াক্বেয়াহ্ মুবারক থেকে কতিপয় মহাসম্মানিত ও মহাপবিত্র ওয়াক্বেয়াহ্ মুবারক সন্নিবেশিত হয়েছেন। এই কিতাব মুবারকখানা এক অমূল্য কিতাব মুবারক।

উনার নামকরণ মুবারক করা হয়েছে- ‘আদ্ দুরারুল মুখতারাহ্ ফী নিসবাতি খলীফাতিল্লাহ হযরত সুলত্বানিন নাছীর আলাইহিস সালাম’ হিসেবে। উনার অর্থ- ‘(খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার, উনার মহাসম্মানিত ও মহাপবিত্র হাবীব মাহবূব, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার এবং মহাসম্মানিত ও মহাপবিত্র হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের সাথে) আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, রহমাতুল্লিল আলামীন মামদূহ মুর্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা ইমাম খলীফাতুল্লাহ হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার বেমেছাল মহাসম্মানিত ও মহাপবিত্র তা‘য়াল্লুক্ব-নিসবত মুবারক সম্পর্কে বাছাইকৃত মুক্তাসমূহ।’ সুবহানা মামদূহ মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম! এটা ‘দ্বিতীয়খণ্ড। পরবর্তীতে এ বিষয়ে আরো কিতাব মুবারক প্রকাশ করা হবে। ইনশাআ মামদূহ মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম!

মূলত এটা আমাদের জন্য, সমস্ত জিন-ইনসান, তামাম কায়িনাতবাসী সকলের জন্য সবচেয়ে বড় বুলন্দ নছীব যে, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, রহমাতুল্লিল আলামীন মামদূহ মুর্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনাকে আমরা এই যামানায় পেয়েছি। আমাদের জন্য, সমস্ত জিন-ইনসান, তামাম কায়িনাতবাসী সকলের জন্য ফরযে আইন হচ্ছে- আলোচ্য কিতাব মুবারক উনার মধ্যে বর্ণিত মহাসম্মানিত ও মহাপবিত্র ওয়াক্বেয়াহ্ মুবারকগুলো অত্যন্ত আদব-শরাফত ও মুহব্বতের সাথে পাঠ করা এবং উনার বেমেছাল শান-মান, ফাযায়িল-ফযীলত, বুযূর্গী-সম্মান মুবারক উনার বিষয়টি উপলব্ধি করার কোশেশ করতঃ হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তা‘য়ালা আনহুম উনাদের অনুসরণে উনাকে মুহব্বত মুবারক করা, তা’যীম-তাকরীম মুবারক করা, উনার গোলামী মুবারক উনার আনজাম মুবারক দেয়া এবং উনার ছানা-ছিফত মুবারক করা অর্থাৎ উনার সম্মানার্থে দায়িমীভাবে দুনিয়ার যমীনে, কবরে, হাশরে-নশরে, মীযানে, পুলছিরাতে এবং সম্মানিত জানড়বাত মুবারক-এ যেয়েও অনন্তকালব্যাপী মহাসম্মানিত ও মহাপবিত্র ‘ফালইয়াফরহূ শরীফ’ সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ পালন করা। সুবহানা মামদূহ মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম! আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, রহমাতুল্লিল আলামীন মামদূহ মুর্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম তিনি নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার এবং উনার মহাসম্মানিত ও মহাপবিত্র হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের সম্মানার্থে আমাদের সবাইকে সেই তাওফীক্ব দান করুন এবং উনার হাক্বীক্বী মুহব্বত-মা’রিফত, তা‘য়াল্লুক-নিসবত, কুরবত, রেযামন্দি- সন্তুষ্টি মুবারক, দায়িমী দীদার, যিয়ারত-ছোহবত ও গোলামী মুবারক আবাদুল আবাদের তরে নছীব করুন। আমীন!

* ‘আদ দুরারুল মুখতারাহ শরীফ’ পাঠের আবশ্যকতা

যে উম্মাত তার মহাসম্মানিত ও মহাপবিত্র নবী-রসূল, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত পরিচয় মুবারক জানলো না, সে উম্মত হওয়ার উপযুক্ত না। ঠিক একইভাবে যে মুরীদ তার মহাসম্মানিত ও মহাপবিত্র হযরত শায়েখ আলাইহিস সালাম উনার মহাসম্মানিত পরিচয় মুবারক জানলো না, সে মুরীদ হওয়ার উপযুক্ত না। কেননা মহাসম্মানিত হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছেন,

اَلشَّيْخُ لِقَوْمِهٖ كَالنَّبِىِّ فِىْ اُمَّتِهٖ

“উম্মত মাঝে হযরত নবী-রসূল আলাইহিমুস সালাম উনারা যেমন, মুরীদ মাঝে মহাসম্মানিত ও মহাপবিত্র শায়েখ আলাইহিস সালাম তিনি তেমন।” (দায়লামী শরীফ, মকতূবাত শরীফ)

আর আমাদের প্রাণের আক্বা মামদূহ মুর্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম তিনি শুধু মহান আল্লাহ পাক উনি এবং উনার মহাসম্মানিত হাবীব মাহবূব, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনি অর্থাৎ উনারা দু’জন ব্যতীত সকলের মহাসম্মানিত ও মহাপবিত্র শায়েখ আলাইহিস সালাম। তাই সমস্ত জিন-ইনসান, তামামম কায়িনাতবাসী সকলের জন্য ফরযে আইন হচ্ছে- মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলাম আলাইহিস সালাম উনার হাক্বীক্বী পরিচয় মুবারক জানার জন্য ওযীফার ন্যায় এই কিতাব মুবারকখানা বার বার পাঠ করা ও ফিকির করা এবং প্রত্যেকটি ওয়াক্বেয়াহ্ মুবারক উনার হাক্বীক্বত মুবারক উপলব্ধি করার কোশেশ করা। রহমতুল্লিল আলামীন মামদূহ মুর্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম তিনি আমাদের সবাইকে ক্ববূল করুন। আমীন!

* ‘আদ দুরারুল  মুখতারাহ শরীফ ’ পাঠের ফযীলত

মছনবী শরীফ সম্পর্কে বলা হয়েছে, “যারা ‘মছনবী শরীফ’ পাঠ করবেন, উনারা ওলীআল্লাহ না হলেও ‘মছনবী শরীফ’ পাঠ করা অবস্থায় উনাদের নামগুলো ‘ওলীআল্লাহ উনাদের দফতরে’ লিখা থাকবে।” আর মাকতূবাত শরীফ সম্পর্কে বলা হয়েছে, “কেউ যদি ‘মাকতূবাত শরীফ’ পাঠ করেন, ‘মাকতূবাত শরীফ’ পাঠ করা অবস্থায় নবী না হওয়া সত্ত্বেও উনার নাম ‘সম্মানিত নুবুওওয়াত মুবারক’ উনার দফতরে লিখা থাকবে।” আর আমাদের প্রাণের আক্বা মামদূহ মুর্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার বেমেছাল তা‘য়াল্লুক্ব-নিসবত মুবারক সম্বলিত এই ‘আদ দুরারুল মুখতারাহ্ শরীফ’ কিতাব মুবারকখানা যাঁরা পাঠ করবেন, পাঠ করা অবস্থায় ছমাদিয়তের উপযুক্ত না হওয়া সত্ত্বেও উনাদের নাম ‘ছমাদিয়াত’ উনার তবক্বায় লিখা থাকবেন। সুবহানা মামদূহ মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম! শুধু তাই নয়; এই কিতাব মুবারকখানা পাঠ করার পূর্বেই মহান আল্লাহ পাক তিনি পাঠককে মা’ছুম বা নিষ্পাপ করে দিবেন। পাঠক মা’ছুম অবস্থায় অত্র কিতাব মুবারকখানা পাঠ করবেন। সুবহানা মামদূহ মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম! আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, রহমতুল্লিল আলামীন মামদূহ মুর্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম তিনি আমাদের সবাইকে ‘আদ্ দুরারুল মুখতারাহ্ শরীফ’ উনার মহামূল্যবান নূরানী মুক্তাসমূহ দ্বারা নিজেদেরকে আলোকিত করার তাওফীক্ব দান করুন। আমীন!


0 Comments: