মহান আল্লাহ পাক তিনিই পবিত্র কুরআন শরীফ নাযিল করেছেন। এ প্রসঙ্গে মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন-

মহান আল্লাহ পাক তিনিই পবিত্র কুরআন শরীফ নাযিল করেছেন। এ প্রসঙ্গে মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন-

নাস্তিকদের আপত্তি ৪ : কুরান কে অবতীর্ণ করেছে ? - জিব্রাইল (Quran 2:97)  নাকি কোন পবিত্র সত্তা (Quran 16:102) !

খণ্ডন : মহান আল্লাহ পাক তিনিই পবিত্র কুরআন শরীফ নাযিল করেছেন। এ প্রসঙ্গে মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন-

إِنَّا نَـحْنُ نَزَّلْنَا الذِّكْرَ وَإِنَّا لَهُ لَـحَافِظُونَ

অর্থ : “নিশ্চয়ই আমি স্বয়ং এ উপদেশ গ্রন্থ পবিত্র কুরআন শরীফ নাযিল করেছি এবং আমি নিজেই উনার সংরক্ষক।” (পবিত্র সূরা হিজর শরীফ : পবিত্র আয়াত শরীফ ৮)

তবে নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ, হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনিসহ অন্যান্য সকল হযরত আম্বিয়া আলাইহিমুস সালাম উনাদের কাছে ওহী মুবারক নাযিল হতো হযরত জিবরীল আলাইহিস সালাম উনার মাধ্যমে। অর্থাৎ তিনি  ওহী মুবারক নাযিলের দূত হিসেবে কাজ করতেন।

আর তাই মহান আল্লাহ পাক তিনি পবিত্র কুরআন শরীফ (Quran 2:97)  উনার মধ্যে ইরশাদ মুবারক করেন-

قُلْ مَن كَانَ عَدُوًّا لِّـجِبْرِيلَ فَإِنَّهُ نَزَّلَهُ عَلٰى قَلْبِكَ بِإِذْنِ اللهِ

অর্থ : “(হে আমার হাবীব ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম!)  আপনি বলে দিন, যে কেউ হযরত জিবরীল আলাইহিস সালাম উনার শত্রু হয় - যেহেতু তিনি মহান আল্লাহ পাক উনার আদেশ মুবারকক্রমে এ কালাম আপনার অন্তরে নাযিল করেছেন।” (পবিত্র সূরা বাক্বারা শরীফ : পবিত্র আয়াত শরীফ ৯৭)

মহান আল্লাহ পাক তিনি পবিত্র কুরআন শরীফ উনার অন্যত্র (Quran 16:102)  হযরত জিবরীল আলাইহিস সালাম উনার লক্বব বা উপাধি উল্লেখপূর্বক ইরশাদ মুবারক করেন-

قُلْ نَزَّلَهُ رُوحُ الْقُدُسِ مِن رَّبِّكَ بِالْـحَقِّ

অর্থ : “(হে আমার হাবীব ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম!)  আপনি বলে দিন, আপনার রব তায়ালা উনার পক্ষ থেকে নিশ্চিত সত্যসহ পবিত্র কুরআন শরীফ রুহুল কুদুস (অর্থাৎ হযরত জিবরীল আলাইহিস সালাম) তিনি নাযিল করেছেন।” (পবিত্র সূরা নাহল শরীফ : পবিত্র আয়াত শরীফ ১০২)

সুতরাং মহান আল্লাহ পাক উনার পক্ষ থেকে হযরত জিবরীল আলাইহিস সালাম তিনি পবিত্র কুরআন শরীফ নাযিল করেছেন। আর হযরত জিরবীল আলাইহিস সালাম উনার একখানা উপাধি হচ্ছে রুহুল কুদুস, যার অর্থ পবিত্র সত্ত্বা বা পবিত্র আত্মা।


0 Comments: