মহান আল্লাহ পাক তিনি ফারাও বা ফেরআউনকে পানিতে ডুবিয়ে মেরেছিলেন, যা পবিত্র সূরা বাক্বারা শরীফ উনার ৫০নং আয়াত শরীফ দ্বারা সুস্পষ্টভাবেই প্রমাণিত।
নাস্তিকদের আপত্তি ৬ : ফারাওয়ের কি হয়েছিল ? - আল্লাহ ডুবিয়ে মেরেছিলেন (Quran 2:50) নাকি সে বিশ্বাস এনেছিল বলে তাকে বাচিয়েছিলেন (Quran 10:90-92) !
খণ্ডন : মহান আল্লাহ পাক তিনি ফারাও বা ফেরআউনকে পানিতে ডুবিয়ে মেরেছিলেন, যা পবিত্র সূরা বাক্বারা শরীফ উনার ৫০নং আয়াত শরীফ দ্বারা সুস্পষ্টভাবেই প্রমাণিত। যেমন মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন-
وَإِذْ فَرَقْنَا بِكُمُ الْبَحْرَ فَأَنجَيْنَاكُمْ وَأَغْرَقْنَا آلَ فِرْعَوْنَ وَأَنتُمْ تَنظُرُونَ
অর্থ : “আর যখন আমি তোমাদের জন্য সাগরকে দ্বিখন্ডিত করেছি, অতঃপর তোমাদেরকে বাঁচিয়ে দিয়েছি এবং ডুবিয়ে দিয়েছি ফেরআউনের লোকদিগকে অথচ তোমরা দেখছিলে।” (পবিত্র সূরা বাক্বারা শরীফ : পবিত্র আয়াত শরীফ ৫০)
ডুবে যাওয়া সুনিশ্চিত বুঝতে পেরে ফেরাউন অন্তিম মুহূর্তে ঈমান আনয়ন করেছিল কিন্তু মহান আল্লাহ পাক তিনি তার ঈমানের স্বীকারোক্তিকে স্বীকৃতি দেননি। তবে মহান আল্লাহ পাক তিনি পরবর্তীদের জন্য নির্দশন হিসেবে তার দেহকে সংরক্ষণের প্রতিশ্রুতি দিয়েছেন। এ প্রসঙ্গে মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন-
وَجَاوَزْنَا بِبَنِي إِسْرَائِيلَ الْبَحْرَ فَأَتْبَعَهُمْ فِرْعَوْنُ وَجُنُودُهُ بَغْيًا وَعَدْوًا ۖ حَتَّىٰ إِذَا أَدْرَكَهُ الْغَرَقُ قَالَ آمَنتُ أَنَّهُ لَا إِلَـٰهَ إِلَّا الَّذِي آمَنَتْ بِهِ بَنُو إِسْرَائِيلَ وَأَنَا مِنَ الْمُسْلِمِينَ ﴿٩٠﴾ آلْآنَ وَقَدْ عَصَيْتَ قَبْلُ وَكُنتَ مِنَ الْمُفْسِدِينَ ﴿٩١﴾ فَالْيَوْمَ نُنَجِّيكَ بِبَدَنِكَ لِتَكُونَ لِمَنْ خَلْفَكَ آيَةً ۚ وَإِنَّ كَثِيرًا مِّنَ النَّاسِ عَنْ آيَاتِنَا لَغَافِلُونَ ﴿٩٢﴾
অর্থ : “আর আমি বনী ইসরাঈলকে নদী পার করে দিয়েছি। তারপর ফেরাউন ও তার সেনাবাহিনী দুরাচার ও বাড়াবাড়ির উদ্দেশে তাদের পশ্চাদ্ধাবন করেছে। এমনকি যখন তারা ডুবতে আরম্ভ করল, তখন বলল, এবার বিশ্বাস করে নিচ্ছি যে, কোন মা’বুদ নেই উনাকে ছাড়া যাঁর উপর ঈমান এনেছে বনী ইসরাঈলরা। বস্তুতঃ আমিও উনারই অনুগতদের অন্তর্ভুক্ত। এখন একথা বলছো! অথচ তুমি ইতিপূর্বে নাফরমানী করছিলে এবং পথভ্রষ্টদেরই অন্তর্ভুক্ত ছিলে। অতএব আমি আজকের দিনে সংরক্ষণ করছি তোমার দেহকে যাতে তোমার পশ্চাদবর্তীদের জন্য নিদর্শন হতে পারে। আর নিঃসন্দেহে বহু লোক আমার মহাশক্তির প্রতি লক্ষ্য করে না।” (পবিত্র সূরা ইউনুস শরীফ : পবিত্র আয়াত শরীফ ৯০-৯২)
অত্র পবিত্র আয়াত শরীফ উনার মধ্যে فَالْيَوْمَ نُنَجِّيكَ بِبَدَنِكَ অর্থাৎ ‘আমি আজকের দিনে সংরক্ষণ করছি তোমার দেহকে’ উল্লেখ করা হয়েছে। এখানে فَالْيَوْمَ نُنَجِّيكَ بِكَ অর্থাৎ ‘আমি আজকের দিনে সংরক্ষণ করছি তোমাকে’ উল্লেখ করা হয়নি।
মহান আল্লাহ পাক উনার কর্তৃক ফেরাউনের দেহ সংরক্ষণের প্রতিশ্রুতির ফলস্বরূপ ১৮৯৮ সালে ফেরাউনের লাশ উদ্ধার হয়, যা মিশরের কায়রোতে দ্যা রয়েল মমী হলে একটি কাচের সিন্দুকের মধ্যে সংরক্ষিত রয়েছে। মূলত ফেরাউনের পানিতে ডুবে মারা যাওয়ার পরও তার লাশ সংরক্ষণের বিষয়টি সারা বিশ্বের মানব গোষ্ঠির জন্য এক অনন্য নিদর্শন।
0 Comments:
Post a Comment