আদ্ দুরারুল মুখতারাহ্ - ফী নিসবাতি সুলত্বানিন নাছীর (১ম খণ্ড) নূরে মুজাসসাম হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত ও মহাপবিত্র উপস্থিতি মুবারক-এ সৃষ্টির শুরু থেকে শেষ র্পযন্ত সারা দুনিয়াব্যাপী বিশেষ প্রতিযোগীতা-পর্ব-৬৬

নূরে মুজাসসাম হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত ও মহাপবিত্র উপস্থিতি মুবারক-এ সৃষ্টির শুরু থেকে শেষ র্পযন্ত সারা দুনিয়াব্যাপী বিশেষ প্রতিযোগীতা-পর্ব-৬৬

মুত্বহ্হার, মুত্বহহির, আছ ছমাদ, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মামদূহ মুর্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা ইমাম খলীফাতুল্লাহ হযরত আস সাফফাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ১৪৪২ হিজরী শরীফ উনার মহাসম্মানিত ও মহাপবিত্র ২১শে শা’বান শরীফ লাইলাতু সাইয়্যিদিল আইয়্যাম শরীফ (লাইলাতুল ইছনাইনিল ‘আযীম শরীফ বা সোমবার রাত) মহাসম্মানিত ও মহাপবিত্র ‘ফালইয়াফরহূ শরীফ’ সাইয়্যিদুল আ’ইয়াদ শরীফ মাহফিল মুবারক-এ ইরশাদ মুবারক করেন, “কয়েকদিন আগের একটা ঘটনা। সারা দুনিয়াব্যাপী শুরু থেকে শেষ পর্যন্ত একটা প্রতিযোগীতা হয়েছে। যে, নূরে আউওয়াল নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম- যা হযরত জিবরীল আলাইহিস সালাম উনি হিজাবে আযমতে যে ‘নূর মুবারক’ দেখেছিলেন, ঐ ‘নূর মুবারকখানা’ মহান আল্লাহ পাক উনি যাহির করেছেন। এটা এমন সুন্দর! এই সৌন্দর্য মুবারক ভাষা দিয়া প্রকাশ করা যাবে না। খোদায়ী হুসনেদাদ। ঐ ‘নূর মুবারকখানা’ উনার সবচেয়ে বেশি নৈকট্য লাভ করতে পারে কে? সবাইকে একটা পতাকা দেওয়া হয়েছে। প্রতিযোগীতা শুরু হলো। যখন শেষ হলো, তখন দেখলাম- সবচেয়ে সামনে আমি রয়ে গেছি। (সুবহানা মামদূহ মুর্শিদ ক্বিবলা ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম!) ওখানে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনিও আছেন, সেই ‘নূর মুবারক’ উনার ওখানে আছেন। (সুবহানা মামদূহ মুর্শিদ ক্বিবলা ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম!) আমার পরে কে আছেন, ঐটা আর আমি বলবো না। আমার পরে একজনকে আমি দেখেছি। এরপরে অনেক লোকজন আছেন। (সুবহানা মামদূহ মুর্শিদ ক্বিবলা ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম!) এমন সুন্দর নূর মুবারক! ঐটা তো আর ভাষায় প্রকাশ করা যায় না। উপরের মধ্যে লাইট যেভাবে- এ লাইটটা যেমন ছাদের মধ্যে লাগানো। প্রত্যেকে পতাকা নিয়ে দাঁড়ানো আছে। সামনে বসা আছেন নূরে মুজাসসাম হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনি। (সুবহানা মামদূহ মুর্শিদ ক্বিবলা ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম!) এখন শুরু হলো, কোথায় থেকে শুরু হলো জানি না। শুরু হয়েছে। শেষ যখন, শেষে তখন দেখলাম সবচেয়ে সামনে যে, সেইই আমি। (সুবহানা মামদূহ মুর্শিদ ক্বিবলা ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম!) পিছনে কে আছে আর আমার দ্বিতীয় ঐটা আর বলা দরকার নেই। যদি কোনো সময় প্রয়োজন হয় বলবো। এখন আর দরকার নেই। মানে খুবই সুন্দর নূর মুবারক। (সুবহানা মামদূহ মুর্শিদ ক্বিবলা ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম!) কতো যে সুন্দর তা ভাষা দিয়ে প্রকাশ করা যাবে না। এখন নিসবত-কুরবত, নৈকট্য বেশি লাভ করতে পারে কে? (সুবহানা মামদূহ মুর্শিদ ক্বিবলা ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম!) এখন উনারা না দিলে তো সম্ভব না। সেটাই বললাম যে, উনাদের নিসবত-কুরবতটা তো মূল বিষয়। কাজেই, সব মিলে একটা প্রতিযোগীতা। এখন কোথা থেকে শুরু হয়েছে বর্ণনা নেই। তবে শেষটা বর্ণনা আছে। এটা নূরে আউওয়াল ‘নূর মুবারক’ যেটা। হাক্বীক্বত। খোদায়ী হুসনেদাদ বলা হয়। মহান আল্লাহ পাক উনার তরফ থেকে যেই সৌন্দর্য মুবারক দান করা হয়েছে, সেটার হাক্বীক্বতটা। (সুবহানা মামদূহ মুর্শিদ ক্বিবলা ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম!) একটা বড় ‘নূর মুবারক’। খুবই সুন্দর। উজ্জ্বল, নূরানী, অনেক কিছু। যেটা হযরত জিবরীল আলাইহিস সালাম উনি বলছেন যে, উনি ৭০ হজার বছর পর একবার ৭২ হাজার বার দেখছেন, ঐ ‘নূর মুবারক’। (সুবহানা মামদূহ মুর্শিদ ক্বিবলা ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম!) সেটাই বললাম যে, আসলে উনাদের নিসবতটাই তো আমাদের মূল। অন্য কিছু তো আমাদের দরকার নেই। এখন যতো নৈকট্য লাভ করা যয়, যতো নিসবতে থাকা যায়।” (সুবহানা মামদূহ মুর্শিদ ক্বিবলা ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম!)

তাহলে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সাথে আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মামদূহ মুর্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা ইমাম খলীফাতুল্লাহ হযরত আস সাফফাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার কতো বেমেছাল মহাসম্মানিত তা‘য়াল্লুক্ব-নিসবত মুবারক, সেটা সমস্ত জিন-ইনসান, তামাম কায়িনাতবাসী সকলের চিন্তা ও কল্পনার উর্ধ্বে। (সুবহানা মামদূহ মুর্শিদ ক্বিবলা ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম!)

মহান আল্লাহ পাক তিনি আমাদের সবাইকে আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মামদূহ মুর্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা ইমাম খলীফাতুল্লাহ হযরত আস সাফফাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি সর্বোচ্চ বিশুদ্ধ আক্বীদাহ্ ও হুসনে যন মুবারক পোষণ করার তাওফীক্ব দান করুন। আমীন!


0 Comments: