মহাসম্মানিত ওহী মুবারক নাযিল হলে যে মন উট বসে যেত , ফয়েজ-তাওয়াজ্জুহ মুবারক তেমনই একটা প্রেসার, অনেক কঠিন প্রেসার-পর্ব-৬৫
আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মুত্বহ্হার, মুত্বহহির, আছ ছমাদ মামদূহ মুর্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা ইমাম খলীফাতুল্লাহ হযরত আস সাফফাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ১৪৪২ হিজরী শরীফ উনার মহাসম্মানিত ও মহাপবিত্র ২রা রজবুল হারাম শরীফ লাইলাতু সাইয়্যিদিল আইয়্যাম শরীফ (লাইলাতুল ইছনাইনিল ‘আযীম শরীফ বা সোমবার রাত) মহাসম্মানিত ও মহাপবিত্র ফালইয়াফরহূ শরীফ সাইয়্যিদুল আ’ইয়াদ শরীফ মাহফিল মুবারক-এ ইরশাদ মুবারক করেন, “অল্প একটু বলি। তোমাদেরকে বলাও ঠিক না। গত জুমু‘য়াতে (১৪৪২ হিজরী শরীফ ২৯শে জুমাদাল উখরা শরীফ ইয়াওমুল জুমু‘আহ্ শরীফ) আমি যখন আলোচনা করবো, তখন এতো ফয়েজ-তাওয়াজ্জুহ মুবারক যে, আমার গলা মুবারক উনার আওয়াজ মুবারক কমে গেছে। এতো প্রেসার, সেই প্রেসারটা বরদাশত করে, আলোচনা করা কঠিন। যা হোক হয়ে গেছে, আমি আলোচনা মুবারক করেছি। (সুবহানা মামদূহ মুর্শিদ ক্বিবলা ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম!) গতরাতে (১৪৪২ হিজরী শরীফ উনার মহাসম্মানিত ও মহাপবিত্র ১লা রজবুল হারাম শরীফ লাইলাতুল আহাদ শরীফ বা রবিবার রাত্রে মহাসম্মানিত ও মহাপবিত্র ফালইয়াফরহূ শরীফ সাইয়্যিদুল আ’ইয়াদ শরীফ মাহফিল মুবারক-এ) আমি আসলাম, এখানে আলোচনা করবো। অনেক ফয়েজ-তাওয়াজ্জুহ মুবারক। এতো ফয়েজ-তাওয়াজ্জুহ মুবারক মনে হচ্ছে আমি দো‘আ মুবারকই করতে পারবো না। উনারা আমাকে বরদাস্ত করার তৌফিক দিলেন। তখন দু‘আ মুবারক করলাম। (সুবহানা মামদূহ মুর্শিদ ক্বিবলা ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম!) আমি বললাম- এতো ফয়েজ তাওয়াজ্জুহ মুবারক দো‘য়াই করা যাবে না। কোনো কথা মুবারকই তো বের হবে না। যা হোক; ওহী মুবারক নাযিল হলে যেমন উট বসে যেতো। ফয়েজ-তাওয়াজ্জুহ মুবারক তো একটা প্রেসার, অনেক কঠিন প্রেসার। উনারা বরদাস্ত করার তাওফীক্ব দিলেন।” (সুবহানা মামদূহ মুর্শিদ ক্বিবলা ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম!)
তাহলে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার এবং উনার মহাসম্মানিত ও মহাপবিত্র হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের সাথে রহমতুল্লিল আলামীন, মুত্বহ্হার, মুত্বহ্হির, আছ ছমাদ, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মামদূহ মুর্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা ইমাম খলীফাতুল্লাহ হযরত আস সাফফাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার কতো বেমেছাল মহাসম্মানিত তা‘য়াল্লুক্ব-নিসবত মুবারক, সেটা সমস্ত জিন-ইনসান, তামাম কায়িনাতবাসী সকলের চিন্তা ও কল্পনার উর্ধ্বে। (সুবহানা মামদূহ মুর্শিদ ক্বিবলা ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম!)
0 Comments:
Post a Comment