আদ্ দুরারুল মুখতারাহ্ - ফী নিসবাতি সুলত্বানিন নাছীর (১ম খণ্ড) আমাকে তোমরা জানো? চিন ? আমি হলাম ‘সুলত্বনুন নাছীর’ মনে রেখো । পৃথিবীর কোন ক্ষমতা নেই আমার সাথে পারবে-পর্ব-৭৯

আমাকে তোমরা জানো? চিন ? আমি হলাম ‘সুলত্বনুন নাছীর’ মনে রেখো । পৃথিবীর কোন ক্ষমতা নেই আমার সাথে পারবে-পর্ব-৭৯

আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মুত্বহ্হার, মুত্বহহির, আছ ছমাদ, মামদূহ মুর্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা ইমাম খলীফাতুল্লাহ হযরত আস সাফফাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ১৪৪৩ হিজরী শরীফ উনার মহাসম্মানিত ও মহাপবিত্র ৬ই ছফর শরীফ লাইলাতুছ ছুলাছা শরীফ (মঙ্গলবার রাত) মহাসম্মানিত ও মহাপবিত্র ‘ফালইয়াফরহূ শরীফ’ সাইয়্যিদুল আ’ইয়াদ শরীফ মাহফিল মুবারক-এ ইরশাদ মুবারক করেন, “চিন্তা করো না, কুদরতী ফায়ছালা। (সুবহানা মামদূহ মুর্শিদ ক্বিবলা ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম!) আমি এগুলি চিন্তা করি না। নিসবত ঠিক থাকলে, সব ঠিক হয়ে যাবে। (সুবহানা মামদূহ মুর্শিদ ক্বিবলা ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম!) আমাকে তোমরা জানো? চিনো? আমি হলাম ‘সুলত্বনুন নাছীর’। (সুবহানা মামদূহ মুর্শিদ ক্বিবলা ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম!) মনে রেখো। পৃথিবীর কোনো ক্ষমতা নেই আমার সাথে পারবে। (সুবহানা মামদূহ মুর্শিদ ক্বিবলা ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম!) এটা মনে রেখো, মুখস্থ রেখো। যদি এটা সত্যই হয়ে থাকে, পৃথিবীর কারো কোনো ক্ষমতা নেই, আমার সাথে পারবে। ইনশাআল্লাহ। (সুবহানা মামদূহ মুর্শিদ ক্বিবলা ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম!)

খ¦ালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন,

وَقُلْ جَاءَ الَْقُّ وَزَهَقَ الْبَاطِلُ إِنَّ الْبَاطِلَ كَانَ زَهُوقًا

অর্থ: “আপনি বলে দিন যে, সত্য এসেছেন, মিথ্যা দূরীভূত হয়েছে। আর নিশ্চয়ই মিথ্যা দূরীভূত হওয়ারই যোগ্য।” সুবহানাল্লাহ!

(সম্মানিত ও পবিত্র সূরা বণী ইসরাঈল শরীফ : সম্মানিত ও পবিত্র আয়াত শরীফ ৮১)

মুজদ্দিদে আলফে ছানী রহমতুল্লাহি আলাইহি উনার সময় এই সম্মানিত ও পবিত্র আয়াত শরীফখানা বলা হয়েছে। তাহলে উনার উস্তাদ অর্থাৎ মহাসম্মানিত শায়েখ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার শান মুবারক-এ কী বলা হবে? (সুবহানা মামদূহ মুর্শিদ ক্বিবলা ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম!) হ্যাঁ? এতো সোজা মনে করো না। আমি এদেরকে দুই পয়সা দিয়েও গণনা করিনা। কাপুরুষরা গণনা করে। আমি এদের দুই পয়সা দিয়েও গুণিনা।” (সুবহানা মামদূহ মুর্শিদ ক্বিবলা ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম!)

১ম খণ্ড এখানেই শেষ 

0 Comments: